চলতি বছরের কবে থেকে রমজান শুরু হবে ও ঈদুল ফিতর উনুষ্ঠিত হবে তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, চলতি বছরের রোজা ২৯টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণার পর জানিয়েছেন, এই বছর রমজান ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে। এছাড়া রোজা হতে পারে ২৯টি। ঈদুল ফিতর হতে পারে ২১ এপ্রিল শুক্রবার।
বিজ্ঞাপন
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান একটি ভিডিওতে জ্যোতির্বিজ্ঞানের গণনা এবং সম্ভাব্য তারিখগুলো প্রকাশ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরের সরকারি ছুটি ২৯ রমজান থেকে ৩ শাওয়াল পর্যন্ত। জ্যোতির্বিজ্ঞানের হিসাব সঠিক হলে দেশটিতে ২০ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৩ এপ্রিল রোববার পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
আল জারওয়ান ঈদুল আজহার সম্ভাব্য তারিখও প্রকাশ করেছেন। তার মতে, জিলহজ মাস শুরু হতে পারে ১৯ জুন সোমবার। আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৮ জুন বুধবার। ২৭ জুন মঙ্গলবার হবে আরাফাহ দিবস।
আল জারওয়ান আরও প্রকাশ করেছেন যে এই বছর সংযুক্ত আরব আমিরাতে দুটি চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। প্রথমটি ৫ মে এবং অপরটি ২৮ অক্টোবর। এছাড়া ৩১ আগস্ট একটি সুপারমুন উঠবে।
বিজ্ঞাপন
সূত্র: খালিজ টাইমস
একে

