একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এ ক্ষেপণাস্ত্র দিয়ে ১০০ কি.মি. দূরের বিমান ধ্বংস করা যাবে। এছাড়া শত্রু দেশের ছোঁড়া ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা যাবে।
তুরস্কের এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সাইপার হলো তুরস্কের একটি দূরপাল্লার দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে ১০০ কি.মি. বা ৬২ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়।
বিজ্ঞাপন
দেশটির প্রতিরক্ষা শিল্প বিভাগের প্রধান ইসমাইল ডেমির টুইট করে বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্প থেকে তৈরি এ ক্ষেপণাস্ত্রটি হলো তুর্কি জাতির জন্য এই নতুন বছরের উপহার। এর মাধ্যমে আমরা তুর্কি শতাব্দীতে প্রবেশ করলাম।
সাইপার ক্ষেপণাস্ত্র প্রকল্পের নেতৃত্বে রয়েছে তুরস্কের বৃহৎ প্রতিরক্ষা কোম্পিানি অ্যাসেলসান এবং রোকেতসান। এছাড়া দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদ ‘দ্যা সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিকাল রিসার্স কাউন্সিল অব তুর্কিয়ে’ (টুবিটাক) এ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করেছে।
সাইপার ছাড়াও তুরস্কের কোরকুট, সুঙ্গুর এবং হিসার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এস-৪০০-এর প্রতিদ্বন্দ্বী হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
বিজ্ঞাপন
এমইউ

