বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

স্ত্রী হিসেবে কেমন মেয়ে পছন্দ, জানালেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

স্ত্রী হিসেবে কেমন মেয়ে পছন্দ, জানালেন রাহুল গান্ধী
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী- পিটিআই

ভারতের মোস্ট এলিজিবল ব্যাচেলরের মধ্যে প্রথম সারিতে রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম। জীবনের অনেকগুলো বসন্ত পার করে ফেললেও এখনও বিয়ের সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। কেমন মেয়ে স্ত্রী হিসেবে পছন্দ তা খোলামেলা জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

অবশেষে রাহুল গান্ধী জানিয়েছেন, নিজের পছন্দমতো মেয়েকে খুঁজে পেলে অবশ্যই বিয়ের পিঁড়িতে বসবেন। ভারত জোড়ো যাত্রার মধ্যেই একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মনের কথা খুলে বলেছেন কংগ্রেসের এমপি। খবর সংবাদ প্রতিদিনের


বিজ্ঞাপন


ওই সাক্ষাৎকারে প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ উঠে আসে। কংগ্রেস নেতা বলেন, 'ইন্দিরা গান্ধী আমার খুব প্রিয়। আমার দ্বিতীয় মায়ের মতো তিনি।' 

তারপরেই রাহুলকে জিজ্ঞাসা করা হয়, তাহলে কি নিজের স্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীর মতো মেয়েকেই পছন্দ করবেন? তার উত্তরে তিনি বলেন, ইন্দিরার মতো মেয়েকেই পছন্দ কিনা, সেটা কখনোও ভেবে দেখেননি।

রাহুল বলেন, 'ইন্দিরা গান্ধীর মতো গুণ থাকলে সেই মেয়েকে ভাল লাগতেই পারে। কিন্তু আমার মা আর ঠাকুমা-দু’জনের গুণ যদি একজন মেয়ের মধ্যে থাকে, তাহলে সেই মেয়েকে আমার পছন্দ হবেই।' 

মা সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুলের মিষ্টি সম্পর্কের কথা কারও অজানা নয়। হয়তো সেই কারণেই জীবন সঙ্গিনীর মধ্যে নিজের মায়ের ছায়া খোঁজেন তিনি। বুধবারই ভারত জোড়ো যাত্রা চলাকালীন প্রকাশ্যে এসেছে তাদের একটি ভিডিও। মা-ছেলের খুনসুটির সেই ভিডিও হাসি ফুটিয়েছে নেটিজেনদের মুখে।


বিজ্ঞাপন


কংগ্রেসের সদর দপ্তরে দলীয় নেতাদের সঙ্গে বসে কথা বলছিলেন রাহুল-সোনিয়া। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাশে বসে থাকা মায়ের গাল টিপে দিচ্ছেন কংগ্রেস সাংসদ।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর