শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

চীন-মিয়ানমার সীমান্তে দীর্ঘ হাইওয়ে বানাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ১২:২০ পিএম

শেয়ার করুন:

চীন-মিয়ানমার সীমান্তে দীর্ঘ হাইওয়ে বানাচ্ছে ভারত

বহু বছর ধরেই ভারতের অরুণাচল সীমান্তে চীনের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করে আসছে ভারত। চলতি মাসে অরুণাচলের তাওয়াং সেক্টরে ইয়াংৎসে এলাকায় চীন ও ভারতের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই আবহে নতুন পদক্ষেপ নিয়েছে ভারত।

চীনের সীমান্ত লাগোয়া এলাকায় হাইওয়ে তৈরির পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। আগামী ৫ বছরের মধ্যেই অরুণাচলে তৈরি করা হবে ‘ফ্রন্টিয়ার হাইওয়ে’।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক সীমান্ত থেকে ২০ কিমি দূরে এই সুদীর্ঘ হাইওয়ে তৈরি করা হবে। ভারত-তিব্বত-চীন-মিয়ানমার সীমান্ত ঘেঁষে যাবে এই হাইওয়ে।

হাইওয়ের মোট দৈর্ঘ হবে ১,৭৪৮ কিলোমিটার। রাস্তা হবে দুই লেনের। হাইওয়ে তৈরি করবে ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সরকারিভাবে এটিই ভারতের দীর্ঘতম হাইওয়ে।

রাস্তাটির নাম হবে ‘এনএইচ-৯১৩’। অর্থাৎ ৯১৩ নং জাতীয় সড়ক। এই দীর্ঘ হাইওয়ে তৈরি হলে সীমান্ত এলাকায় প্রতিরক্ষা বাহিনীর যাতায়াতের পথ আরও মসৃণ হবে বলে জানিয়েছে ভারত। অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত এলাকায় যেতে সুবিধা হবে সেনাদের। সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে যে উত্তেজনা চলছে, সেই আবহেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অরুণাচলের বমডিলা থেকে শুরু হবে এই জাতীয় সড়ক। তার পর নাফরা, হুরি, মনিগংয়ের মধ্যে দিয়ে যাবে রাস্তাটি। যা ভারত-তিব্বত সীমান্তের কাছাকাছি। চীন সীমান্ত লাগোয়া এলাকা জিডো ও চেনকুয়েন্টির মধ্যে দিয়েও রাস্তাটি যাবে। জাতীয় সড়ক শেষ হবে বিজয়নগর এলাকায়। যা ভারত-মিয়ানমার সীমান্ত লাগোয়া এলাকার কাছে।


বিজ্ঞাপন


ভারতের সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী জানিয়েছেন, এই প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ২৭ হাজার কোটি টাকা। তবে এই প্রকল্পের খরচ কমানো যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মোট করিডরের প্রায় ৮০০ কিলোমিটার যাবে মাঠের উপর দিয়ে। সুড়ঙ্গ ও সেতুও থাকবে বেশ কয়েকটা। ২০২৬-২৭ সালের মধ্যে গোটা প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশে আন্তঃকরিডর তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা ওই হাইওয়ের সঙ্গে সংযুক্ত করা হবে। এই রাস্তা তৈরি হলে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাতে সুবিধা হবে ভারতের।

সূত্র: এনডিটিভি

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর