বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে ইউরোপের সামরিক জোট ন্যাটো। ১৪ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া মহড়ায় অংশ নেবে অংশ নেবে ৩০ হাজার সেনা, ২০০ বিমান ও ৫০ যুদ্ধ জাহাজ।
‘কোল্ড রেসপন্স ২০২২’ শিরোনামে ২৭টি দেশের মহড়াটিকে চলতি বছরের সবচেয়ে বড় মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১ এপ্রিল পর্যন্ত চলবে মহড়াটি। খবর বিবিসি।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণায় মহড়াটির তথ্য নিশ্চিত করেছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। রুশ সীমান্ত থেকে মাত্র আড়াইশ কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে মহড়াটি।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ওড রজার এনোকসেন বলেন, ‘‘মহড়াটি নরওয়ে ও মিত্রদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর মাধ্যমে নরওয়ের মিত্রদের শক্তিবৃদ্ধির অনুশীলন করব।’’মহড়ায় অংশ নিতে ইতোমধ্যে নরওয়েতে সেনা পাঠানো শুরু করেছে ন্যাটো।
ইউক্রেনে রুশ হামলা শুরুর ১৭ তম দিনে এ মহড়ার ঘোষণা এসেছে। যদিও মহড়াটি পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
বিজ্ঞাপন
এর আগে ন্যাটোকে নিজের শক্তিমত্তা প্রদর্শনের জন্য ক্রিমিয়া উপত্যকায় বড় ধরনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছিল রাশিয়া। ন্যাটো মহড়ার সমান্তরাল সময়েই রুশ মহড়াটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, ক্রিমিয়া উপত্যকার ‘উপুক’ অঞ্চলে মহড়া অংশ নিবে এয়ারবোর্ন, প্যারাট্রুপার ও আর্টিলারি বাহিনী। তিন হাজারের বেশি ছত্রীসেনা ও সামরিক বাহিনীর প্রায় ২০০ ইউনিট অংশ নেয়ার তথ্য দিয়েছিল ক্রেমলিন।
টিএম

