সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাশিয়া পাগল হয়ে যায়নি, তবে পারমাণবিক ঝুঁকি বাড়ছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

রাশিয়া পাগল হয়ে যায়নি, তবে পারমাণবিক ঝুঁকি বাড়ছে: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পারমাণবিক যুদ্ধের হুমকি বাড়ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া পাগল হয়ে যায়নি, দেশটি প্রথমেই তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদন অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে তার দেশ হামলার জবাবের ক্ষেত্রে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে।


বিজ্ঞাপন


রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের সভায় বক্তৃতাকালে তিনি আরও বলেন, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে।

পশ্চিমা কর্মকর্তারা বিশ্বাস করেন যে পুতিন প্রাথমিকভাবে দ্রুত বিজয়ের পরিকল্পনা করেছিলেন।

ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা বৃদ্ধির বিষয়টি তদন্তের আওতায় এসেছে।

মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে কথা বলার সময় পুতিন সকলকে সতর্ক করে বলেন, "এ ধরনের যুদ্ধের হুমকি বাড়ছে, এ বিষয়টি লুকিয়ে রাখা ভুল হবে।"


বিজ্ঞাপন


তবে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া "কোনো অবস্থাতেই" প্রথমে (পারমাণবিক) অস্ত্র ব্যবহার করবে না। এছাড়া দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার নিয়ে কাউকে হুমকি দেবে না। আমরা পাগল হয়ে যাইনি, আমরা পারমাণবিক অস্ত্র সম্পর্কে সচেতন।

পুতিন আরও বলেন, আমরা (যুক্তরাষ্ট্রের অনুকরণে) এই পারমাণবিক অস্ত্রটিকে ক্ষুরের মতো ছড়িয়ে দিয়ে সারা বিশ্বে দৌড়াতে যাচ্ছি না।

সূত্র : বিবিসি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর