শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

যেভাবে জাহাজের নিচে বসে ১১ দিন ভ্রমণ করেন তিন ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

যেভাবে জাহাজের নিচে বসে ১১ দিন ভ্রমণ করেন তিন ব্যক্তি

পণ্যবাহী জাহাজের রাডারে লুকিয়ে আফ্রিকা থেকে ইউরোপে চলে এসেছে তিন ব্যক্তি। চলতি সপ্তাহে ঘটা এই ঘটনা সবাইকে অবাক করেছে। 

ওই তিন ব্যক্তি নাইজেরিয়া থেকে জাহাজের রাডারে আত্মগোপন করে স্পেনে চলে আসেন। সৌভাগ্যক্রমে তিনজনই জীবিত ছিলেন।


বিজ্ঞাপন


এক টুইটার পোস্টে সালভামেন্তো মারিততিমো জানিয়েছে, তিনজন অভিবাসনপ্রত্যাশী আলিথিনি টু জাহাজের রাডারে করে এসেছিল। ওই পণ্যবাহী ট্যাঙ্কারে মূলত রাসায়নিক এবং তৈলাক্ত পদার্থ ছিল। সোমবার সন্ধ্যায় ক্যানারি দ্বীপপুঞ্জের লাস পালমাসে পৌঁছায় তারা।

একটি ছবি দিয়ে টুইটে মেরিটাইম সার্ভিস পোস্ট করে জানায়, 'ওই তিন অভিবাসনপ্রত্যাশীকে বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং যথাযথ চিকিৎসা করা হচ্ছে।'

তিন ব্যক্তির পা প্রায় পানি ছুঁয়ে ছিল। ১১ দিনের এই দীর্ঘ সফর এভাবে এসেছেন বলে জানিয়েছেন তারা।


বিজ্ঞাপন


আফ্রিকা ও এশিয়া থেকে ইউরোপে অবৈধপথে যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। জীবন বাজি রেখে রাবারের নৌকায় মহাসাগর পাড়ি দিচ্ছেন হাজার হাজার মানুষ। প্রাণ দিতে হচ্ছে অনেককে। তারপরও এই যাত্রা থামেনি। অভিবাসী ঢল থামাতে নানা পরিকল্পনা নিয়েও আটকাতে পারছে না ইউরোপের দেশগুলো।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর