শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

গুজরাটে হচ্ছে প্রথম দফার ভোট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

গুজরাটে হচ্ছে প্রথম দফার ভোট
ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ হচ্ছে আজ। ১৮২ আসনের বিধানসভায় আজ ভোট হচ্ছে ৮৯টিতে। বাকি আসনে ভোট হবে ৫ ডিসেম্বর।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, প্রথম দফায় ভাগ্য নির্ধারিত হবে ৭৮৮ জন প্রার্থীর। নরেন্দ্র মোদি ও অমিত শাহের গড়ে এবার শক্তি দেখাতে মরিয়া আম আদমি পার্টি।


বিজ্ঞাপন


রাজ্যটিতে গত ২৭ বছর ধরে একচ্ছত্র ক্ষমতায় রয়েছে বিজেপি। এর মধ্যে ১৪ বছর মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। তবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর গত সাড়ে আট বছরে বিজেপি বারবার সমালোচনার মুখে পড়েছে।

প্রাক নির্বাচনী সব সমীক্ষায় দেখা গেছে যে, এবারও ক্ষমতার পালাবদল হওয়ার সম্ভাবনা অনেক কম। যদিও আম আদমি পার্টি সেখানে ভীত গাড়তে মরিয়া। তবে সমীক্ষায় বলা হয়েছে জয়ের বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। আপ হতে পারে তৃতীয়।

আপের উপস্থিতি ঘিরে গুজরাটের ভোট এবার অন্য মাত্রা পেয়েছে। ভোটের ময়দানে বরাবর দ্বিমুখী লড়াইয়ের সাক্ষী এই রাজ্যে এবার প্রচারে জোর টক্কর দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। 

অন্যদিকে, প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সক্রিয় উপস্থিতিও বাড়তি রাজনৈতিক মাত্রা দিয়েছে এবারের নির্বাচনকে। মোদির প্রচারের বহর ও নিষ্ঠা দেখে অনেকেরই মনে হয়েছে, ২০২৪ এর লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী যেন নিজের রাজ্যের ভোটকেই সেমিফাইনাল হিসাবে দেখছেন।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দাবি করেছেন, ভোটের বাক্সে প্রতিষ্ঠান বিরোধিতার তত্ত্ব ফের মিথ্যা প্রমাণ করতে চলেছে গুজরাট। অন্যদিকে, কংগ্রেস এবং আপের দাবি, চেনা মাঠে এটাই মোদির শেষ লড়াই। গুজরাট দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর পিছু হঠার পালা।

পাঁচ বছর আগের ভোটে গুজরাট দেখেছিল মোদি বনাম রাহুল গান্ধির লড়াই। তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন। মাত্র নয় আসনের ব্যবধানে সরকারে টিকে থাকতে সক্ষম হয় বিজেপি।

অমিত শাহের দাবি, এবার ফল হবে চমকপ্রদ। রেকর্ড জয় হাসিল করবে বিজেপি। দ্বিতীয় স্থানে থাকবে কংগ্রেস। আর খাতাই খুলতে পারবে না আপ।

শাহের বিরুদ্ধে ইতিমধ্যেই ভাষণে হিংসা ও ঘৃণা ছড়ানোর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথম দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৭৬০ জন।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর