সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তান সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল আসিম মুনির
জেনারেল অসিম মুনির

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল আসিম মুনির। এটা দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশটির রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করা একটি প্রতিষ্ঠানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন। গত সপ্তাহে মুনিরকে নতুন সেনাপ্রধান হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

তিনি এমন এক সময়ে পাকিস্তানের এ প্রভাবশালী প্রতিষ্ঠানের নেতৃত্ব নেন যখন সেনাবাহিনী, সরকার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে একটি রাজনৈতিক সংকট চলছে। এছাড়া দেশটি এখন অর্থনৈতিক সংকটেরও মুখোমুখি। 


বিজ্ঞাপন


দেশটির বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সে একটি দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বলেছেন, আমি নিশ্চিত যে তার (মুনির) নিয়োগ সেনাবাহিনী ও দেশের জন্য ইতিবাচক প্রমাণিত হবে।

টানা ছয় বছর পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাজওয়া। বর্তমানে তিনি ইমরান খান ও সমর্থকদের বিক্ষোভের অন্যতম কারণ। ইমরানের সমর্থকরা দাবি করেন যে এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে পিটিআই দলের প্রধানকে অপসারণে বাজওয়ার নেতৃত্বে সেনাবাহিনী একটি ভূমিকা পালন করেছিল। যদিও সেনাবাহিনী এসব ভূমিকার কথা অস্বীকার করেছে।

মঙ্গলবার টুইটারে ইমরান খানের একজন শীর্ষ সহযোগী আসাদ উমর বলেন, "জেনারেল অসিম মুনিরের প্রথম অগ্রাধিকার হচ্ছে জাতি ও সামরিক নেতৃত্বের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক পুনরুদ্ধার করা।"

এদিকে ইমরান বলেছেন, আগাম নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে তিনি তার প্রচারণা চালিয়ে যাবেন। তিনি তার দলের নিয়ন্ত্রণাধীন প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছেন, যা সাংবিধানিক সংকটের দিকে নিয়ে যেতে পারে।


বিজ্ঞাপন


সূত্র : রয়টার্স

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর