ইলন মাস্ককে ভালো লাগে তসলিমা নাসরিনের

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে ভালো লাগে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের। সম্প্রতি টুইট করে এমন কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার এক টুইটবার্তায় তসলিমা নাসরিন বলেন, 'আমার ইলন মাস্ককে বেশ ভালো লাগে।'
এই ভালো লাগার কারণও জানিয়েছেন এই লেখিকা। তিনি বলেন, 'তার প্রচুর টাকা আছে বলে আমার ইলন মাস্ককে ভালো লাগে, তা নয় কিন্তু। ওর হাসিটা খুব সুন্দর।'
সারাহ নামের এক নেটিজেন তসলিমার টুইটের জবাবে লেখেন, 'উনি হ্যান্ডসাম। সত্যিই মিলিয়ন ডলার স্মাইল ওর। তবে আমার মতে ওঁর মধ্যে মানবিকতা নেই।'
রমন নামের এক টুইটার ইউজারের কথায়, 'আমার মনে হয় ওই হাসিটাই শুধু ভালো। যা স্ট্র্যাটেজি নিচ্ছেন, তাতে অন্য কিছু ভালো বলে তো মনে হয় না।'
নয়নিকা নামের এক টুইটার ইউজার শুধুমাত্র 'নো' শব্দটি লিখেছিলেন। তসলিমা তাকে প্রশ্ন করেন, এহেন মন্তব্য তিনি কেন করলেন? ওই নেটিজেনের উত্তর, 'সুন্দর হাসির আড়ালে উনি যেসব কাজ করে চলেছেন, সেটা ঠিক নয়। হাসির মাহাত্ম্যকে ফিকে করে দিচ্ছে এই কাজকর্ম।'
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তসলিমা নাসরিন। বাংলাদেশ, ভারত বা বিশ্বের নানান ইস্যু নিয়ে মন্তব্য করে থাকেন তিনি।
একে