শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

কানাডায় রানওয়ে থেকে ছিটকে গেল যাত্রীবাহী বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৮:১৯ এএম

শেয়ার করুন:

কানাডায় রানওয়ে থেকে ছিটকে গেল যাত্রীবাহী বিমান
ছবি: সিটিভি

কানাডায় ১৪০ জনকে নিয়ে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে। শুক্রবার এই ঘটনার পর ওয়াটারলু আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়।

ফ্লেয়ার এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন যে, ভ্যাঙ্কুভার থেকে কিচেনার-ওয়াটারলু যাওয়ার ফ্লাইট এফএইচ৫০১ অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে।


বিজ্ঞাপন


একটি ফ্লাইট ট্র্যাকার অনুসারে, বিমানটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৬:২৫ টার দিকে অবতরণ করে। এয়ারলাইন্সটি জানিয়েছে যে, এই ঘটনায় কেউ আহত হয়নি এবং যাত্রীদের বাস টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, বোয়িং ৭৩৭-এ ১৩৪ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। তদন্তের জন্য ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (টিএসবি) মোতায়েন করা হয়েছে।

এই যাত্রীদের মধ্যে একজন কিচেনারের বাসিন্দা পল অ্যানস্টেট বলেন, তিনি ব্যবসার জন্য ভ্যাঙ্কুভারে গিয়েছিলেন। রেড-আই ফ্লাইটটিতে করে তিনি বাড়ি যাচ্ছিলেন।

অ্যানস্টেট বলেছেন যে, তিনি বিমানের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন এবং লক্ষ্য করলেন যে অবতরণের সময় কিছু অন্যরকম অনুভূত হয়েছিল। বিমানটি রানওয়েতে কিছুটা নাচছিল। এটা এদিক-ওদিক এগোচ্ছিল।


বিজ্ঞাপন


অ্যানস্টেট বলেছেন, যদিও অবতরণটি 'একটু বাউন্সি' অনুভূত হয়েছিল তার আশেপাশের বেশিরভাগ যাত্রীকে শান্ত মনে হয়েছিল এবং কেবিনের ভিতরে কোনও চিৎকার বা আতঙ্ক ছিল না।

অ্যানস্টেট হঠাৎ করে লক্ষ করেন যে তাদের বিমানটি ঘাসের ওপর রয়েছে। তিনি তখন পাশের যাত্রীকে বলেন, ওহো, আমরা রানওয়ে মিস করেছি। আমি আমার পাশের ব্যক্তির দিকে তাকালাম এবং আমি বললাম, আমরা ঘাসে আছি।

তিনি বলেছেন যে, তারা মাঠে অবতরণ করেছিল। সেটি সমতল ছিল এবং কেউ আহত হয়নি।

অ্যানস্টেটের মতে, যাত্রীরা কেবিনের ভিতর থেকে তাদের ব্যক্তিগত বহনযোগ্য লাগেজ নিতে সক্ষম হয়েছিল, তবে চেক করা লাগেজগুলো বিমান থেকে আনলোড করা হয়নি।

অ্যানস্টেট বলেন, ''আমি এইমাত্র ফ্লেয়ারের কাছ থেকে একটি টেক্সট মেসেজ পেয়েছি 'আজকে আমার ফ্লেয়ারের অভিজ্ঞতা কেমন ছিল' এবং আমি এতে হেসেছিলাম। আমি সম্ভবত প্রতিক্রিয়া জানাতে যাচ্ছি এবং বলব অভিজ্ঞতাটি ভাল ছিল তবে পরের বার মাঠের পরিবর্তে যদি আমাকে টার্মিনালে আনা হয় তবে এটি ভাল হতে পারে।''

ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরা সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছান। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

ওয়াটারলু আন্তর্জাতিক বিমানবন্দরের অঞ্চলটি শুক্রবার বাকিদিনের জন্য বাণিজ্যিক যানবাহনের জন্য বন্ধ ছিল।

সূত্র: সিটিভি

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর