শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ছবিতে ধরা দিল দানবাকৃতির ঢেউ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১১:১৩ এএম

শেয়ার করুন:

ছবিতে ধরা দিল দানবাকৃতির ঢেউ!

যেন তাকিয়ে আছে কোনো দানব। তেড়ে আসছে সামনের দিকে। একেবারে বাস্তব মনে হলেও এই চিত্র আসলে একটি সামুদ্রিক ঢেউয়ের। উত্তর আমেরিকার এরি হ্রদে ঝড়ের প্রভাবে সৃষ্টি ঢেউটির ছবি তুলেছেন কানাডার অন্টারিওর বাসিন্দা কোডি ইভান্স।

ইভান্স বুধবার বলেছেন যে, তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে প্রাথমিকভাবে বন্যপ্রাণী এবং প্রকৃতির ছবি তুলছেন।


বিজ্ঞাপন


ইভান্স জানান যে, তিনি প্রায়ই এরি হ্রদে যান। তিনি সেদিন কয়েক ঘন্টা শুটিং করার জন্য সেট আপ করেছিলেন। তার কথায়, 'এটি বেশ ঠান্ডা ছিল...আমার মনে হয় এটি -১১ সেন্টিগ্রেড বা অন্য কিছু। তুষারপাতের কারণে তিনি অবিলম্বে ছবি তুলতে পারেননি।'

তিনি বলেন, 'যখন তুষারপাত হয়, তখন এটি কঠিন কারণ আপনি যে বিষয়ে ফোকাস করার চেষ্টা করছেন তা থেকে আপনার ফোকাস বাউন্স হয়ে যাবে।'

এমন অবস্থার মধ্যে ১৫ মিনিট মতো ছবি তোলার সুযোগ পান ইভান্স। তার নিকন জেড৯ ক্যামেরা প্রতি সেকেন্ডে ২০টি ছবি তুলতে পারে। ছবি তোলা শেষে দেখতে গিয়ে তিনি এই নিখুঁত ছবিটি দেখতে পান।


বিজ্ঞাপন


ইভান্সের মতে, গত শনিবার পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ হওয়া কিছু ঢেউ ছিল ছয় মিটারেরও বেশি।

গত সপ্তাহান্তে, নায়াগ্রা, সেন্ট ক্যাথারিনস এবং গ্রিমসবির মতো ৫০ সেন্টিমিটার পর্যন্ত তুষার আবৃত এলাকাসহ প্রদেশের কিছু অংশে একটি লেক-প্রভাব ঝড় বয়ে গিয়েছিল।

সূত্র: সিটিভি নিউজ

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর