মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার (২০ নভেম্বর) ৮০তম জন্মদিন পালন করেছেন। বিশেষ দিন উপলক্ষে স্বামী জো বাইডেনকে বিশেষ বার্তা দিয়েছেন তার স্ত্রী জিল বাইডেন।
নিজের এবং জো বাইডেনের দুটি ছবি যুক্ত করে টুইট করেছেন জিল। ছবিতে দুজনকে অনুষ্ঠানে নাচতে দেখা যায়। ছবির সাথে সংযুক্ত ক্যাপশনে লেখা আছে, ‘তুমি ছাড়া আর কেউ নেই যার জন্য নাচতে পারি। শুভ জন্মদিন, জো! আমি তোমাকে ভালোবাসি।’
বিজ্ঞাপন
জিল বাইডেন প্রেসিডেন্টের জন্মদিনের ছোট একটি আয়োজনের ছবিও শেয়ার করেছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে পরিবারের সদস্যদের সঙ্গে পছন্দের নারকেল কেক কাটতে দেখা গেছে।
ছবির সঙ্গে জিল লিখেছেন, ‘অনেক ভালবাসায় ভরা একটি নিখুঁত জন্মদিন উদযাপন এবং জোর (বাইডেন) প্রিয় নারকেল কেক।’
— Jill Biden (@FLOTUS) November 20, 2022
জন্মদিন উদযাপনের একদিন আগে জো বাইডেন তার নাতনি নাওমি বাইডেনের বিয়ের আয়োজন করেছিলেন। নবদম্পতির সঙ্গে একটি ছবি শেয়ার করে ফার্স্ট লেডি এবং মার্কিন প্রেসিডেন্ট একটি যৌথ পোস্টে বলেছেন, ‘অভিনন্দন নাওমি এবং পিটার! আমরা তোমাকে ভালবসি।’
বিজ্ঞাপন
একটি প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন বলেছেন যে, বাইডেন পরিবার সাধারণত থ্যাঙ্কসগিভিংয়ের আগে বুধবার প্রেসিডেন্টের জন্মদিন পালন করে তবে এই বছরটি ভিন্ন হবে।
সূত্র: এনডিটিভি
একে

