শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

পুতিন-রাইসির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

পুতিন-রাইসির ফোনালাপ
পুতিন ও রাইসি- ফাইল ফটো

দ্বিপাক্ষিক এজেন্ডা ও বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন তারা।

শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন এই তথ্য জানিয়েছে। খবর আনাদুলু এজেন্সির


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়েছে, 'নেতারা পরিবহন ও লজিস্টিকসহ রাজনীতি, বাণিজ্য এবং অর্থনীতিতে সহযোগিতা অব্যাহত রাখার উপর জোর দিয়ে দ্বিপাক্ষিক এজেন্ডায় বেশ কয়েকটি বর্তমান বিষয় নিয়ে আলোচনা করেছেন।'

রাশিয়ান এবং ইরানী প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছেন পুতিন ও রাইসি।

কিয়েভ এবং এর পশ্চিমা মিত্ররা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে হামলা চালানোর জন্য ইরানের তৈরি ড্রোন ব্যবহার করার জন্য মস্কোকে অভিযুক্ত করেছে।

গত সপ্তাহে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান স্বীকার করেছেন যে, তেহরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। তবে সেগুলো ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


পরমাণু ইস্যুতে ইরান এবং ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়া পশ্চিমা দেশগুলোর ব্যাপক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। দুই দেশই এসব নিষেধাজ্ঞা এড়িয়ে তেল-গ্যাস বিক্রিসহ বিশ্ব বাণিজ্যে নিজেদের অংশগ্রহণ চালিয়ে যাওয়ার বিকল্প পথ ব্যবহার করছে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর