শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

যুক্তরাষ্ট্রের প্রথম ‘লেসবিয়ান’ গভর্নর হচ্ছেন মাউরা হেলি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের প্রথম ‘লেসবিয়ান’ গভর্নর হচ্ছেন মাউরা হেলি
মাউরা হেলি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম লেসবিয়ান গভর্নর হতে যাচ্ছেন মাউরা হেলি। মঙ্গলবার দেশটির ম্যাসাচুসেটস রাজ্য থেকে তিনি নির্বাচিত হয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে যে তিনি রিপাবলিকান প্রতিপক্ষকে হারিয়ে এখানে নির্বাচিত হয়েছেন।

এনবিসি ও ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, ‘৫১ বছর বয়সী মাউরা হেলি রিপাবলিকান দলের জিওফ ডিহেলকে পরাজিত করে এ নির্বাচনে জয় লাভ করেন।’


বিজ্ঞাপন


হেলির ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানিয়েছে এলজিবিটিকিউ প্লাস অধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ক্যাম্পেইন।

এ বিষয়ে হিউম্যান রাইটস ক্যাম্পেইনের সভাপতি জনি ম্যাডিসন এক বিবৃতিতে বলেছেন, ‘ম্যাসাচুসেটস রাজ্যের জনগণ সমতা ও অন্তর্ভুক্তিমূলক একটি ব্যবস্থাকে গ্রহণ করেছে।’

এছাড়া হেলি ম্যাসাচুসেটসের ইতিহাসে প্রথম নারী গভর্নর। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থীকে ব্যাপক ব্যাবধানে পরাজিত করেছেন।

বর্তমানে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা মাউরা হিলে গণমাধ্যমকে বলেছেন, রাজ্যের গভর্নর হিসেবে তিনি এলজিবিটি-বিরোধী আইনের বিরুদ্ধে লড়াই করবেন।


বিজ্ঞাপন


এদিকে হিউম্যান রাইটস ক্যাম্পেইন মাউরা হেলির জয়ের প্রশংসা করে বলেছে, ‘আমাদের দেশের প্রথম সমকামী গভর্নরদের একজন হিসেবে তিনি শুধু সমতা-সমর্থক নীতির একজন চ্যাম্পিয়নই হবেন না, বরং সমগ্র সমকামী সম্প্রদায়ের জন্য একটি রোল মডেলও হবেন।’

জানা গেছে যে যুক্তরাষ্ট্রের এলজিবিটিকিউ প্রার্থীরা (সমকামীরা) এই বছরের মধ্যবর্তী নির্বাচনে প্রথমবারের মতো ৫০টি রাজ্য এবং রাজধানী ওয়াশিংটনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে এ সম্প্রদায়টি মার্কিন রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী হয়ে উঠছে।

সূত্র : এএফপি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর