বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কর্মী সংকট, রেকর্ড সংখ্যক অভিবাসী নেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

কর্মী সংকট, রেকর্ড সংখ্যক অভিবাসী নেবে কানাডা

কানাডা আগামী কয়েক বছরের জন্য অভিবাসন-বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছে। তারা এ ক্ষেত্রে একটি লক্ষ্যমাত্রা রেখেছে। আগামী ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর ৫ লাখ করে অভিবাসী নেবে দেশটি। 

কানাডার ইমিগ্রেশন মন্ত্রী সাঁ ফ্রেজার মঙ্গলবার নতুন এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। খবর জি নিউজের


বিজ্ঞাপন


সরকারে এই নীতিকে স্বাগত জানিয়েছে দেশটির সংসদের বিরোধী দলও। পুরো বিষয়টিকে 'ইকনমিক মাইগ্রেশন' বলে উল্লেখ করা হচ্ছে।

নতুন এই নীতির ফলে আগামীদিনে কানাডায় অভিবাসীর স্রোত নামবে বলে মনে করা হচ্ছে। কেন সহসা এই রকম নীতি নিতে চলেছে কানাডা? 

কারণ, কানাডায় কর্মীর ভয়াবহ সংকট দেখা দিয়েছে। বহু সেক্টর কর্মীর অভাবে বন্ধ হতে চলেছে। এসব অভিবাসী সেখানে কর্মী হিসেবে যোগ দিলে সামগ্রিকভাবে কানাডার অর্থনীতি আরও উন্নত ও আরও সমৃদ্ধ হতে চলেছে। 

এই প্রেক্ষিতেই অভিবাসন মন্ত্রী সাঁ ফ্রেজার জানান, অভিবাসন নীতি জোরদার না করলে তারা কানাডার অর্থনীতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবেন না।


বিজ্ঞাপন


তিনি জানান, নির্মাণকাজ করার মতো যথেষ্ট পরিমাণ শ্রমিকও নেই। নানাক্ষেত্র লোকাভাবে কর্মশূন্য অবস্থায় রয়েছে। এতে দেশের সার্বিক অর্থনীতি বিনষ্ট হচ্ছে। কাঙ্ক্ষিত উন্নতি ঘটছে না।  

বিভিন্ন ক্ষেত্রে যোগ্য ব্যক্তি ছাড়াও যারা নিজেদের দেশে নির্যাতিত ও জীবন হানির আশঙ্কা করছেন তাদেরকেও ঠাঁই দেবে উন্নত জীবন যাপনের জন্য বিখ্যাত জাস্টিন ট্রুডোর দেশ।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর