দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে হ্যালোইন উৎসব পালন করতে গিয়ে পদদলিত হয়ে আরও ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। আহত হয়েছেন আরও শতাধিক নারী-পুরুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর সিউলের ইতায়েওন এলাকায় এই ঘটনা ঘটে। খবর বিবিসি, আল জাজিরার।
বিজ্ঞাপন
খবরে বলা হয়েছে, সিউলে হ্যালোইন উদযাপনের জন্য হাজার হাজার লোক একটি সরু রাস্তায় জড়ো হয়। এক পর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলে হুড়োহুড়ি শুরু হয়। এতে পদদলিত হয়ে এতো মানুষের প্রাণহানি হয়।
শুরুর দিকে ৫৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল বিবিসি। পরে এই সংখ্যাটা বেড়ে ১২০ জন বলা হয়। এরপর নতুন করে আরও ২৬ জনের মৃত্যুর খবর এলে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৪৬ জনে। আহত হন আরও একশ’জন।
সিউলের ইয়ংসান ফায়ার ডিপার্টমেন্টের প্রধান চোই সিওং বিওম জানান, ভিড়ে চাপে পরে এতো মানুষের মৃত্যু হয়েছে। জরুরি উদ্ধার কর্মীরা আহতদের সিউলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কী কারণে হুড়োহুড়ির ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা না গেলেও স্থানীয় কয়েকটি মিডিয়া জানিয়েছে, ওই সময় অজ্ঞাত এক সেলিব্রিটিকে পার্টি স্পটটিতে আসার খবর পেয়ে লোকজন বার অভিমুখে ছুটে যায়। আর সেখান থেকেই বিশৃঙ্খলা ও পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন

দুর্ঘটনার পরই কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় পড়ে থাকা মানুষের নিচ থেকে অনেককে বের করার চেষ্টা চলছে।
আহতদের চিৎকারে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
এমআর

