পোপ ফ্রান্সিস রোমের খ্রিস্টান ধর্ম যাজকদের অনলাইন পর্নোগ্রাফির বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। পর্নকে একটি প্রলোভন বলে অভিহিত করেছেন তিনি। পোপের মতে পর্ন দেখলে খ্রিস্টান পুরোহিতদের হৃদয় দুর্বল হয়। এ সময় তিনি অভিযোগ করেন যে অনেক খ্রিস্টান ধর্ম যাজকই পর্ন দেখেন।
সোমবার ভ্যাটিকানে এক বৈঠকের সময় পুরোহিত এবং ধর্ম যাজকদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পোপ। এ সময় তিনি বিজ্ঞান ও বিশ্বাসের মিলন এবং ব্যক্তিগত ত্রুটিগুলোর সঙ্গে লড়াই করে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করার বিষয়ে আলোচনা করেছিলেন।
বিজ্ঞাপন
পোপ ফ্রান্সিস জানান, শুধু সাধারণ মানুষ নন, ধর্মযাজকদের মধ্যেও পর্ন দেখার প্রবণতা আছে। এমন ঘৃণ্য প্রবণতাকে ‘অধার্মিকতা’ বলে ভক্ত ও যাজকদের সতর্ক করেছেন তিনি। পর্ন ছবি দেখলে খ্রিস্টান পুরোহিতদের হৃদয় দুর্বল হয়ে যেতে পারে বলেও দাবি করেন তিনি। এ সময় পর্নকে ‘পাপের বোঝা’ বলে উল্লেখ করেন তিনি।
পোপ বলেন, বহু মানুষই পর্ন দেখেন। এমনকি যাজক ও সন্ন্যাসিনীরাও তার বাইরে নন বলে মন্তব্য করেন তিনি। কেবল শিশু-পর্নোগ্রাফির মতো আইনত নিষিদ্ধ ছবিই নয়, সাধারণ পর্নোগ্রাফিও অধঃপতনেরই দৃষ্টান্ত বলে অভিমত দিয়েছেন তিনি। তার দাবি, “পাপমুক্ত যে হৃদয়ে রোজ জিশুর আনাগোনা লেগে থাকে, সেই হৃদয়ে পর্নের কোনো জায়গা নেই।”
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পর্নোগ্রাফির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে পোপ ফ্রান্সিসকে। চলতি বছরের জুন মাসেই পর্নোগ্রাফিকে নারী-পুরুষের সম্মানের ওপর ‘স্থায়ী আঘাত’ বলে মন্তব্য করেছিলেন তিনি। পর্নোগ্রাফিকে ‘জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’ বলে ঘোষণা করার দাবিও তুলেছিলেন। তার কথায়, এ যেন ‘শয়তানের প্রবেশদ্বার’। তাই হাতের কাছে যাতে এমন কামনার (যৌনতার) উপাদান মজুত না থাকে, তার জন্য ফোন থেকে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ছবি ও অ্যাপ মুছে ফেলারও পরামর্শ দেন তিনি।
সূত্র : আল-জাজিরা
বিজ্ঞাপন
এমইউ

