রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

ব্যাপক রুশ হামলার পর অন্ধকারে নিমজ্জিত ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

ব্যাপক রুশ হামলার পর অন্ধকারে নিমজ্জিত ইউক্রেন
রাশিয়া সমগ্র ইউক্রেনজুড়ে বিভিন্ন জ্বালানি অবকাঠামো, বিদুৎকেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আক্রমণ জোরদার করেছে

ব্যাপক রুশ হামলার পর অন্ধকারে নিমজ্জিত হয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির অনেকাংশই এখন বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন যে তারা পুনরায় বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

শনিবার আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ‘রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্য ও পশ্চিম ইউক্রেনের কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এসব হামলার মূল কারণ দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুহানস্ক, দোনেৎস্ক এবং খেরসনে তীব্র রুশ-ইউক্রেনীয় সংঘাত চলছে। এসব অঞ্চলে রাশিয়া নতুন করে ইউক্রেনের অগ্রগতি বন্ধ করতে লড়াই করছে। এ কারণেই সেখানে এ তীব্র যুদ্ধ চলছে।’


বিজ্ঞাপন


ইউক্রেনের বিমান বাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে, রাশিয়া "গুরুত্বপূর্ণ অবকাঠামো" লক্ষ্য করে "ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা" শুরু করেছে। দেশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠার কয়েক ঘণ্টা পর এসব হামলা হয়েছে।’  
ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন যে তারা আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা ৩৩টি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করেছেন।

আরো পড়ুন: ভারতে ডেঙ্গু রোগীর শরীরে মাল্টার রস ঢুকানোর অভিযোগ

ইউক্রেনজুড়ে দেশটির বিভিন্ন অঞ্চলের স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে রুশ হামলার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এখন ওই সকল অঞ্চলের ইঞ্জিনিয়াররা ধ্বংসপ্রাপ্ত নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছেন। কেউ কেউ এসব অঞ্চলের বাসিন্দাদের পানি মজুত করার পরামর্শ দিয়েছেন। কারণ, এসব অঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। 

১০ অক্টোবর থেকে রাশিয়া সমগ্র ইউক্রেনজুড়ে বিভিন্ন জ্বালানি অবকাঠামো, বিদুৎকেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আক্রমণ জোরদার করেছে। রুশ অধিকৃত ক্রিমিয়া সেতুতে আক্রমণের প্রতিশোধ হিসেবে ইউক্রেনের এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে রাশিয়া।


বিজ্ঞাপন


সূত্র : আল-জাজিরা

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর