সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে কারণে আজারবাইজান সীমান্তে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

যে কারণে আজারবাইজান সীমান্তে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ইরান

আজারবাইজানের সঙ্গে উত্তেজনা বাড়ায় সীমান্তে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এই মহড়া চালাচ্ছে। 

ইরানের রাষ্ট্রচালিত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার শুরু হওয়া মহড়াটি পূর্বপরিকল্পিত বার্ষিক মহড়ার নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। যেখানে মহড়া অনুষ্ঠিত হচ্ছে, সেখানে রয়েছে ইরানের পূর্ব আজারবাইজান এবং আর্দাবিল প্রদেশ। এই প্রদেশ দুটি বৃহত্তর আজারবাইজানি জনগোষ্ঠির আবাসস্থল।


বিজ্ঞাপন


মহড়ার বিষয়ে আজারবাইজানে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, তেহরান বাকুকে মহড়ার বিষয়ে অগ্রিম নোটিশ দিয়েছিল। এ বিষয়ে উভয় দেশের সামরিক নেতারা আগেই আলোচনা করেছেন।

রোববার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএর সঙ্গে কথা বলার সময় আইআইজিসির স্থল বাহিনীর উপ-সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল আলী আকবর পুরজামশিদিয়ান, সমগ্র ককেশাস অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। 

যদিও আজারবাইজানকে ইরান হুমকি মনে করে না জানিয়ে পুরজামশিদিয়ান বলেন, 'তেহরান মনে করে যে, ককেশাস অঞ্চলে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর উপস্থিতিকে সমগ্র অঞ্চলের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে।' এই বক্তব্যের মধ্য দিয়ে পুরজামশিদিয়ান দৃশ্যত ইসরায়েলের দিকে ইঙ্গিত করেছেন।

ইসরায়েল আজারবাইজানের বৃহত্তম অস্ত্র সরবরাহকারীদের মধ্যে অন্যতম। আর ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের সামরিক সহযোগিতা, ইরানের জন্য দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। সম্প্রতি ইসরায়েলের সাথে আজারবাইজান নতুন একটি সামরিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে।


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর