শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানের যে শহরে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের যে শহরে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ

পাকিস্তানের নাম শুনলেই সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনা সামনে আসে। মুসলিম প্রধান দেশটিতে হিন্দুদের ওপর নির্যাতন চালানো হয় বলে সবসময় অভিযোগ করে ভারত। তবে দেশটিতে এমন একটি শহর রয়েছে যেখানে বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মাবলম্বী। আর মুসলিমরা সংখ্যালঘু।

পাকিস্তানের পূর্বপ্রান্তের এক ছোট্ট মরুভূমি শহরের ঘুম ভাঙ্গে মন্দিরের ঘন্টাধ্বনি দিয়ে? শহরটির নাম মিঠি। মিঠি পাকিস্তানের একমাত্র শহর যেখানে মুসলিমরা সংখ্যালঘু। হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ।


বিজ্ঞাপন


mithi

পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এই মরু-শহরে হিন্দু মুসলিমরা শান্তিতে বসবাস করে আসছে। হিন্দু মুসলিম জনগণ একসঙ্গে বাস করে আসছে যুগের পর যুগ। মিঠিতে সাম্প্রদায়িক প্রভাব পড়তে দেননি বাসিন্দারা।

মিঠির মুসলিম বাসিন্দা মারুফ হায়দার বলেন, 'আমাদের শহরে হিন্দু মুসলিম যুগের পর যুগ ধরে শান্তিতে একসঙ্গে বাস করছে। একদিনের জন্যও হিন্দু মুসলিমের মধ্যে ধর্ম নিয়ে দাঙ্গা হয়নি। মন্দিরে পূজার সময় আমরা মসজিদের লাউডস্পিকার বন্ধ রাখি। নামাজের সময় মন্দিরে কোনো ঘণ্টা বাজে না। রমজানের সময় কোনো হিন্দু ভাই বাইরে খায় না। অপর দিকের হোলির দিন মুসলিমরা সব হিন্দুদের বাড়িতে বাড়িতে মিঠাই পাঠায়। হোলি খেলে।'

mithi


বিজ্ঞাপন


হিন্দু বাসিন্দা চাঁদরাম বলেন, 'মহরম দুঃখের মাস। মিঠির হিন্দুরা সেই মাসে বিয়ে শাদি বা কোনো আনন্দ অনুষ্ঠান করেন না। মিঠিতে মুসলিমরা ঈদে গরু কুরবানি করেন না। এটা পাকিস্তানের জন্মলগ্ন থেকেই হয়ে আসছে। গরুকে এখানে মুসলিমরাও শ্রদ্ধার চোখে দেখেন। আমরা এক  সঙ্গে মহরম, ঈদ ও দীপাবলী পালন করি।'

মিঠিতে অপরাধের হারও পাকিস্তানের যেকোনো জায়গার চেয়ে কম। পাকিস্তানের মধ্যে সবচেয়ে কম অপরাধ হয় এই শহরে।
এখানে ধর্মীয় দাঙ্গা হয়নি কোনোদিন। জোর করে ধর্মান্তরিত করার ঘটনাও ঘটেনি।

mithi

সম্প্রতি শহরটির পাশে কয়লা খনি আবিষ্কার হয়েছে। এজন্য সেখানকার পরিকাঠামোগত আরও উন্নয়ন করছে সরকার। তবে স্থানীয়রা আন্দোলন করে জানিয়েছেন যে, সেখানে বাইরের কেউ এসে রাতে থাকতে পারবে না। এছাড়া শান্তি নষ্ট হয় এমন কাজও তারা সমর্থন করবেন না।

সূত্র: দ্য ওয়াল

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর