পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. ছিল ৯ অক্টোবর (রোববার)। এ উপলক্ষে ইবাদত ও রাসুল স. এর স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরের দরগাহ হজরতবাল মাজারে জড়ো হন হাজার হাজার কাশ্মীরি।
৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মোহাম্মদ সা. দুনিয়াতে আসেন। এদিনই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
বিজ্ঞাপন

এক সময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত।
তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তিপূজা। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ সা. প্রেরণ করেন এই ধরাধমে।

বিজ্ঞাপন
মহানবী সা. অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজা নামের এক ধনাঢ্য মহিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়তপ্রাপ্ত হন। আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করেন।
সূত্র: এশিয়ান লাইট
একে

