সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউক্রেন ইস্যুতে কথা পাল্টে ফেললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১১:১৯ এএম

শেয়ার করুন:

ইউক্রেন ইস্যুতে কথা পাল্টে ফেললেন ইলন মাস্ক

ইউক্রেনকে অনির্দিষ্টকালের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়া হবে না বলার একদিন পরই সেই কথা পুরোপুরি উল্টে দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের প্রধান ইলন মাস্ক। এই কথা বলার একদিন পরই টেসলা বস জানিয়েছেন যে, তার প্রতিষ্ঠান ইউক্রেনে ইন্টারনেট সেবা চালিয়ে যাবেন।

এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, ‘যদিও স্টারলিংক এখনো অর্থ হারাচ্ছে এবং অন্যান্য কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে। এরপরও ইউক্রেন সরকারকে বিনা মূল্যে ইন্টারনেটে অর্থায়ন করতে থাকব।’


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার ইলন মাস্ক ইউক্রেনকে অনির্দিষ্টকালের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে আগ্রহী নন বলে জানান। এ জন্য প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কাছে অনুদান চেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে রাশিয়ার হামলায় দিক-বিদিক হয়ে পড়ে ইউক্রেন। এমন পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করতে এগিয়ে আসে টেসলার প্রধান ইলন মাস্ক। তিনি ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনকে বিনা মূল্যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে কয়েক হাজার টার্মিনাল পাঠান। এ ইন্টারনেট সেবার পুরো খরচ ব্যয় করেছে স্পেসএক্স। 

স্পেসএক্সকে ইউক্রেনে সেবা দিতে প্রতি মাসে ২০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে। এখন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছে মাস্কের এই সংস্থা।

স্টারলিংকের ইন্টারনেটের কারণে ইউক্রেনের সামরিক বাহিনী এবং জনগণ অনলাইনে যুক্ত থাকতে পারেন। ইউক্রেন বলছে, রাশিয়ান হামলার পরে অবকাঠামো পুনরায় চালু করতে সাহায্য করছে এই ইন্টারনেট সেবা। ইলন মাস্কের ইন্টারনেট ব্যবহার করে সুবিধা পেয়েছেন বেসামরিক নাগরিক এবং ইউক্রেনের সেনারা। এ সেবা ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে বিভিন্ন সাফল্য পাওয়ার দাবি করেছেন তারা।


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর