শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

যে কারণে রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

যে কারণে রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী
রসায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসকে নোবেল পুরস্কার দেওয়া হয়

তিন বিজ্ঞানী ক্যারোলিন আর. বার্টোজি (যুক্তরাষ্ট্র), মর্টেন মেলডাল (ডেনমার্ক) এবং কে. ব্যারি শার্পলেসকে (যুক্তরাষ্ট্র) রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের পিছনে অনেকগুলো কারণ আছে। মূলত তাদের এ আবিষ্কার শুধুমাত্র রসায়ন শাস্ত্রেই নয়, মানব কল্যাণেও ব্যবহৃত হবে। বিশেষ করে মারাত্মক ক্যান্সারের চিকিত্সায়ও এ গবেষণার জ্ঞান কাজে লাগবে।

এ তিন বিজ্ঞানীর নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, ‘ব্যারি শার্পলেস ও মর্টেন মেলডালকে ২০২২ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, কারণ তারা রসায়নকে কার্যকারিতার যুগে নিয়ে এসেছেন। তারা মূলত ক্লিক রসায়নের ভিত্তি স্থাপন করেছেন। তাদের সঙ্গে পুরষ্কারটি ভাগ করে নেন ক্যারোলিন বার্টোজি। তিনি ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গিয়েছিলেন। তিনি প্রাণীর কোষকে ম্যাপ করতে এটা ব্যবহার করতে শুরু করেছিলেন। তার বায়োর্থোগোনাল প্রতিক্রিয়াগুলো এখন অন্যান্য ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। মারাত্মক ক্যান্সারের চিকিত্সায়ও এটা ব্যবহৃত হচ্ছে।’


বিজ্ঞাপন


নোবেল পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এক বিবৃতিতে বলেছে, ‘শার্পলেস ও মেলডাল রসায়নের একটি কার্যকরী ফর্মের ভিত্তি স্থাপন করেছেন। ক্লিক কেমিস্ট্রিতে আণবিক বিল্ডিং ব্লকগুলো দ্রুত ও দক্ষতার সঙ্গে একত্রিত হয়। বার্টোজি ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জীবন্ত প্রাণীতে এটার ব্যবহার শুরু করেছেন।’

এ কারণে এক টুইটার বিবৃতিতে নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে যে ২০২২ সালে ক্লিক কেমিস্ট্রি ও বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর