শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

এখন ভোট হলেও গুজরাটে জিতবে আপ: কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

এখন ভোট হলেও গুজরাটে জিতবে আপ: কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল- ইন্ডিয়ান এক্সপ্রেস

নির্বাচন হলেই গুজরাট আম আদমি পার্টির (আপ) দখলে যাবে বলে দাবি করেছেন দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রোববার এমন দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আপ প্রধান জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্টে একেবারে অল্প মার্জিনে আপের জেলার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে গুজরাটের মানুষকে বিজেপিকে বড় ধাক্কা দিতে হবে।


বিজ্ঞাপন


কেজরিওয়াল সংবাদ সম্মেলনে বলেন, সূত্র মারফৎ জানা গেছে একটা আইবি রিপোর্ট সামনে এসেছে। সেখানে লেখা হয়েছে, যদি আজ নির্বাচন হয় তবে গুজরাটে সরকার গড়বে আপ।

তিনি বলেন, রিপোর্টে উল্লেখ করা হয়েছে, খুব স্বল্প মার্জিনে জিতবে আপ। সেক্ষেত্রে গুজরাটবাসীর কাছে আবেদন জোর ধাক্কা দিন যাতে আপ সুবিধাজনক মার্জিনে জিততে পারে।

আপ নেতৃত্ব জানিয়েছে, এই আইবি রিপোর্ট আসার পরেই কংগ্রেস আর বিজেপি একসঙ্গে গোপন মিটিং শুরু করে দিয়েছে।

আপের দাবি, বিজেপি একেবারে দিশেহারা হয়ে গেছে। এখন ভাবছে যাতে কংগ্রেসকে শক্তিশালী করা যায়। এতে বিজেপিবিরোধী ভোটটা দুভাগ হয়ে যাবে। গুজরাটবাসীকে এ নিয়ে সতর্ক করেছেন কেজরিওয়াল।


বিজ্ঞাপন


গুজরাটে জিতলে প্রতিটি গরুর দেখভালের জন্য ৪০ টাকা বরাদ্দ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এরই মধ্যে দুই রাজ্যে ক্ষমতায় আসা আপ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর