বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

আফগানিস্তানে স্কুলে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

আফগানিস্তানে স্কুলে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ১৯ 
পশ্চিম কাবুলের দাশত-ই-বার্চি পাড়ায় এ ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা সংঘটিত হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার এ হামলা হয়েছে। শিয়া মুসলিমরা এ হামলার লক্ষ্যবস্তু ছিলো।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের মতে, ‘এ বিস্ফোরণের সময় আরও ২৭ জন আহত হয়েছে। পশ্চিম কাবুলের দাশত-ই-বার্চি পাড়ায় এ ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা সংঘটিত হয়েছে। এ এলাকাটি সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত। তারা শিয়া-মুসলিম।’


বিজ্ঞাপন


তিনি বলেন, শিক্ষার্থীরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন এ শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় মোট ১৯ জন শহীদ হয়েছেন এবং ২৭ জন আহত হয়েছেন।’

অনলাইনে পোস্ট করা ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফটোতে দেখা গেছে যে আহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

জাদরান জানিয়েছেন, হতাহতরা উচ্চ বিদ্যালয়ের স্নাতক। তাদের মধ্যে মেয়ে ও ছেলে উভয়ই রয়েছে। তারা বিস্ফোরণের সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য অনুশীলন করছিল।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।


বিজ্ঞাপন


আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর টুইট করেছেন, ‘নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছেছে, হামলার ধরন ও হতাহতের বিস্তারিত বিবরণ পরে প্রকাশ করা হবে।’

বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা শত্রুর অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিক মানদণ্ডের অভাবকে প্রমাণ করে।

সূত্র : আল-জাজিরা

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর