শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

‘চীন-পাকিস্তানের বন্ধুত্ব হিমালয়ের মতো উঁচু, মধুর চেয়ে মিষ্টি’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

‘চীন-পাকিস্তানের বন্ধুত্ব হিমালয়ের মতো উঁচু, মধুর চেয়ে মিষ্টি’
পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো- সিসিটিভি

চীন-পাকিস্তানের বন্ধুত্ব ‘হিমালয়ের থেকে উঁচু, মধুর চেয়ে বেশি মিষ্টি’ বলে মন্তব্য করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। রোববার (২৫ সেপ্টেম্বর) প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাইডলাইনে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) বিশেষ সাক্ষাৎকার দেন বিলাওয়াল ভুট্টো।


বিজ্ঞাপন


পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেনদেনের ওপর নির্ভরশীল নয় দু’দেশের সম্পর্ক। বরং সম্পর্ক বেশ মজবুত। পাকিস্তান এক চীন নীতিতে বিশ্বাসী।

চীনের প্রস্তাবিত ‘বেল্ট এন্ড রোড প্রকল্পের’ সাফল্য সবার হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন বিলাওয়াল। চলতি বছরই পাকিস্তানকে কমপক্ষে ৪০০ মিলিয়ন ইয়েন সহযোগিতা দিয়েছে চীন। দেশটির অবকাঠামোগত সংস্কার এবং উন্নয়নেও রয়েছে শি জিনপিং সরকারের অবদান।

দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পদচ্যুত করে ক্ষমতায় এসেছেন শাহবাজ শরিফ। চীনের ঋণের কারণে পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে পারে বলে বিশ্লেষকরা যেসব আশঙ্কার কথা শুনিয়েছেন তার মধ্যেই এমন মন্তব্য করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর