নারীদের একা ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকা প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক লাগেজ স্টোরেজ কোম্পানি বাউন্স। ৩৪টি দেশের ভ্রমন সমীক্ষা অনুসারে এই তালিকা প্রকাশ করা হয়েছে। শীর্ষ দশ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে কানাডা। আর ৩৪ দেশের মধ্যে ৩২ তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
একা নারীর নিরাপদ ভ্রমণের জন্য শীর্ষ দেশ হিসেবে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। শীর্ষ পাঁচের বাকি চার দেশ হলো অস্ট্রিয়া, নরওয়ে, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড।
বিজ্ঞাপন
কানাডাকে নারীদের ভ্রমণের জন্য অষ্টম নিরাপদ দেশ হিসাবে বিবেচনা করা হয়েছে। এছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে স্পেন, সপ্তম পর্তুগাল, নবম নেদারল্যান্ডস এবং দশ নম্বরে রয়েছে পোল্যান্ড।

বাউন্স যুক্তরাষ্ট্রভিত্তিক লাগেজ স্টোরেজ কোম্পানি। নারীদের জন্য লিঙ্গ সমতা এবং নিরাপত্তার বিভিন্ন দিক (গার্হস্থ্য সহিংসতা আইন, নরহত্যার হার) এবং নারীরা তাদের দেশে রাতের বেলা হাঁটতে কতটা নিরাপদ বোধ করে তা নিয়ে বিভিন্ন তথ্য যাচাই করে এই তালিকা প্রকাশ করেছে কোম্পানিটি।
আয়ারল্যান্ডের শীর্ষ মর্যাদার বিষয়ে সমীক্ষায় বলা হয়েছে, 'এমেরাল্ড আইল বিশেষ করে নারীদের সহিংসতা থেকে রক্ষা করার জন্য এবং সেইসাথে যখন নারীদের প্রতি সহিংসতার প্রতি স্থানীয় মনোভাবের কথা আসে তার জন্য সবার চেয়ে বেশি স্কোর রয়েছে।'
বিজ্ঞাপন
আয়ারল্যান্ড পেয়েছে ৭.৮৮ স্কোর। আর অষ্টম স্থানে থাকা কানাডার স্কোর ৬.৬৭।
যে ৩৪ দেশের জরিপ করা হয়েছে তার মধ্যে কলম্বিয়াকে নারীদের একা ভ্রমণের জন্য সবচেয়ে কম নিরাপদ বলে মনে করা হয়েছে। ৩৩ এ রয়েছে কোস্টারিকা। আর এর ঠিক ওপরে ৩২ নম্বর অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এই মূল্যায়নটি সাতটি ভিন্ন পরিমাপের উপর ভিত্তি করে করা হয়েছে। এর মধ্যে সেই দেশের শতকরা সহিংসতার হার, প্রতি এক লাখে নারী হত্যাকাণ্ডের হার, রাতে একা হাঁটা নিরাপদ বোধ করেছে শতাংশের ভিত্তিতে এমন নারীদের হারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যাচাই করা হয়েছে।
সূত্র: সিটিভি
একে

