শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

টিকার ফর্মুলা চুরির অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ০৫:৩৫ এএম

শেয়ার করুন:

টিকার ফর্মুলা চুরির অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা
ছবি: সংগৃহীত

টিকা ও ওষুধ প্রস্তুতকারী দুই অংশীদার কোম্পানি ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে টিকার ফর্মুলা চুরির অভিযোগে মামলা করেছে টিকা-ওষুধ প্রস্তুতকারী অপর মার্কিন কোম্পানি মডার্না। 

শুক্রবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে মডার্না কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি জেলা আদালত ও জার্মানির ডুসেলডর্ফের একটি আঞ্চলিক আদালতে পৃথক দুটি মামলা করেছে মডার্না কর্তৃপক্ষ। দুই মামলাতেই টিকার মূল উপাদান এমআরএনএ প্রযুক্তি চুরির অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।


বিজ্ঞাপন


মডার্না বলছে, ‘এই প্রযুক্তি আবিষ্কার বিষয়ক গবেষণায় আমাদের কোম্পানির কোটি কোটি ডলার ব্যয় হয়েছে। করোনা মহামারির আগেই আমরা এই প্রযুক্তি আবিষ্কার করেছিলাম। ফাইজার-বায়োএনটেক আমাদেরকে না জানিয়ে এমআরএনএ প্রযুক্তি কোনোভাবে যোগাড় করেছে এবং মডার্না কর্তৃপক্ষের কোনো অনুমোদন না নিয়ে টিকা প্রস্তুত করে তা বাজারজাত করছে। এটা পরিষ্কারভাবেই বেআইনি কাজ। আমরা আরও অনেক আগেই এই মামলা করতে পারতাম, কিন্তু মহামারির তীব্রতার কারণে সেসময় আইনি ব্যবস্থা নেইনি।’

বিবৃতিতে মডার্নার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের এই মামলা করার কারণ— সর্বাধুনিক ও খুবই কার্যকর এমআরএনএ প্রযুক্তি আবিষ্কারের কৃতত্ব আমাদের। কোম্পানির কোটি কোটি ডলার ব্যয় হয়েছে এই প্রযুক্তি আবিষ্কারে। করোনা মহামারির আগেই আমরা এই প্রযুক্তি আবিষ্কার করেছিলাম।’

মামলার অভিযোগে মর্ডানা আরও বলে, ‘গত দুই বছরের ক্ষয়ক্ষতি আমরা হিসেবে ধরছি না। কিন্তু ২০২২ সালের ৮ মার্চ থেকে বর্তমান পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের কারণে আমাদের যে আর্থিক লোকসান হয়েছে, তার ক্ষতিপূরণ দাবি করছি।’

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত করোনা টিকা বিক্রি করে ফাইজার-বায়োএনটেক আয় করেছে প্রায় ২২ বিলিয়ন ডলার এবং মডার্না আয় করেছে ১০ বিলিয়ন ডলার।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর