সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাছের রূপে হ্রদ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

গাছের রূপে হ্রদ!

দেখতে মনে হচ্ছে কোনো বড় গাছের ছায়া পড়েছে। কিন্তু বাস্তবে এটি একটি হ্রদের ছবি। প্রচণ্ড তাপদাহের কারণে শুকিয়ে গেছে চীনের বৃহত্তম স্বাদু পানির হ্রদ পয়ং লেকের। ওপর থেকে তোলা এই লেকের ছবিই ধরা দিয়েছে গাছের রূপে।

পূর্ব চীনের জিয়াংজি প্রদেশের রাজধানী শহর নানচাং এ চীনের বৃহত্তম স্বাদু পানির হ্রদ পয়ং লেক অবস্থিত। ছবিগুলো রোববার (২১ আগস্ট) তোলা। সামাজিক মাধ্যমে এগুলো প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)।


বিজ্ঞাপন


Poyang Lake

স্থানীয় হাইড্রোলজিক্যাল মনিটরিং সেন্টারের মতে, হ্রদটি গত ৬ আগস্ট শুষ্ক মৌসুমে প্রবেশ করে। এটি ১৯৫১ সালের পর শুষ্ক মৌসুম শুরু হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে।

Poyang Lake

সিজিটিএন জানিয়েছে, ক্রমাগত উচ্চ তাপমাত্রা এবং তুলনামূলকভাবে কম পানি প্রবাহের কারণে ইয়াংসি নদী থেকে হ্রদটির পানির স্তর দ্রুত হ্রাস পেয়েছে।


বিজ্ঞাপন


Poyang Lake

এই বছরের ১৩ জুন থেকে শুরু হওয়া তাপপ্রবাহটি চীনে ব্যাপক প্রভাব ফেলেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ থেকে উপকূলীয় জিয়াংসু পর্যন্ত দুই মাসেরও বেশি সময় ধরে এটি চলছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর