মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রলারডুবি: আড়াই দিন পর বাংলাদেশি ৭ জেলে ভারতে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১০:১৯ এএম

শেয়ার করুন:

ট্রলারডুবি: আড়াই দিন পর বাংলাদেশি ৭ জেলে ভারতে উদ্ধার
চিকিৎসা চলছে উদ্ধার হওয়া জেলেদের- এই সময়

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার উল্টে নিঁখোজ হন অন্তত ৩০ জন জেলে। নিখোঁজের প্রায় আড়াই দিন পর ভারতীয় জেলেরা সাগর থেকে তাদের উদ্ধার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এই সময় এক প্রতিবেদনে জানিয়েছে, ৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় জেলেরা।

খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভাইবোন ট্রলারে ছিলেন ১৩ জন এবং মায়ের দোয়া ট্রলারে ছিলেন ১৭ জন জেলে। এদের মধ্যে ভাইবোন ট্রলারের পাঁচ জন ও মায়ের দোয়া ট্রলারের দুই জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে চলছে তল্লাশি।


বিজ্ঞাপন


এই মুহূর্তে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উদ্ধার হওয়া জেলেরা। তবে যত দ্রুত সম্ভব দেশে নিজের বাড়িতে ফিরতে চান বলে জানিয়েছেন তারা।

উদ্ধার হওয়ার পর এক জেলে জানিয়েছেন, 'মাছ ধরব বলে আমরা ট্রলার নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু, তার মধ্যেই খারাপ আবহাওয়ার জেরে সেই ট্রলার ডুবে যায়। আমরা অনেক্ষণ ধরেই পানির মধ্যে ভাসছিলাম। প্রায় আড়াই দিন ধরে পানিতেই ছিলাম। সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। বৃহস্পতিবার রওনা দেওয়ার পরই এই ঘটনা ঘটেছিল। তারপর শনিবার বেলা ১২টার সময় আমাদের উদ্ধার করা হয়। এখন আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চাই।'

নিম্নচাপের জেরে প্রাকৃতিক দুর্যোগের ফলে বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে। এমন অবস্থায় বঙ্গোপসাগরে একাধিক ট্রলার ডুবে যায়। সেই ট্রলারগুলো থেকেই একাধিক ব্যক্তিকে উদ্ধার করেছে ভারতীয় মৎস্যজীবীরা। এর আগে শনিবার স্বাধীন ফিসিং নামে আরও একটি ট্রলার ডুবে গিয়েছিল। সেই ট্রলার থেকে ১১ জনকে উদ্ধার করেছিল পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সম্পাদক। নৌকা করে ফেরার সময় হঠাৎ বাংলাদেশি জেলেদের দেখতে পান ভাসমান অবস্থায়। এরপর তিনি তাদের উদ্ধার করেন।  ট্রলারডুবির পর ভাসতে ভাসতে জেলেরা ভারতের পানিসীমায় চলে গিয়েছিলেন। 

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর