মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বিতর্কিত মার্কিন সাহায্য অনুমোদন করল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১২ এএম

শেয়ার করুন:

বিতর্কিত মার্কিন সাহায্য অনুমোদন করল নেপাল

নাগরিক এবং রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সত্ত্বেও ৫০০ মিলিয়ন মার্কিন অনুদান অনুমোদন করেছে নেপালের সংসদ। অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য এ অনুদান চুক্তি সাক্ষর হয়েছে বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা।

২০১৭ সালে মার্কিন সরকারের মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন (MCC) চুক্তিতে স্বাক্ষর করেছিল দেশটি। কিন্তু ক্ষমতাসীন জোট সহ রাজনৈতিক দলগুলোর বিরোধিতায় স্থগিত ছিল চুক্তিটি।


বিজ্ঞাপন


অনুদানটির বিরোধিতায় সবচেয়ে সরব ছিল প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার জোট অংশীদাররা। জোট সঙ্গী মাওবাদী দলগুলোর অভিযোগ চুক্তিটি নেপালের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে।

চুক্তির বিরোধীদের একটি ছোট দল রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদের বাইরে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে নেপালের পুলিশ।

চুক্তির বিরোধীতায় রাজধানী কাঠমুন্ডুতে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার প্রতিবাদকারী

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইন্দো-প্যাসিফিক কৌশল’সহ কোনও কৌশলগত, সামরিক বা নিরাপত্তা জোটের অংশ হবে না এমন প্রতিশ্রুতি দিয়ে বিলটি সংসদে উত্থাপন করা হয়। নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মা জানান চুক্তির বিষয়ে সব উদ্বেগের সমাধান হয়েছে। সাবেক মাওবাদী নেতা জনার্দন বলেন, “এমসিসি কমপ্যাক্ট সম্পূর্ণরূপে একটি অর্থনৈতিক প্রকল্প। এখন, এই প্রোগ্রামে কোন সন্দেহ থাকা উচিত নয়।”


বিজ্ঞাপন


চুক্তিটির বিষয়ে গত সপ্তাহে এক রিপোর্ট প্রকাশ করেছিল ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস। রিপোর্টে জানা যায়, ওয়াশিংটন বিশ্বাস করে যে চুক্তির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণার পিছনে চীনের মদদ রয়েছে।

২০০৪ সালে মার্কিন কংগ্রেস প্রস্তাবিত এমসিসির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাস করতে বড় অনুদান প্রদান করে থাকে ওয়াশিংটন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি নেপালি রাজনীতিবিদদের সাথে পৃথক টেলিফোন আলাপে এমসিসি চুক্তি অনুমোদন করার জন্য অনুরোধ করেন। বিষয়টিকে চুক্তি অনুমোদনে চাপ প্রয়োগ হিসেবে বিবেচনা করছে নেপালের মিত্র চীন। 

টিএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর