বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাশিয়ার তেল কেনার ব্যাখ্যা দিলেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১১:২৫ এএম

শেয়ার করুন:

রাশিয়ার তেল কেনার ব্যাখ্যা দিলেন জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর- মিন্ট

রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনা নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করলো ভারত। হু হু করে যেভাবে তেলের দাম বাড়ছে, তাতে দেশের মানুষের স্বার্থ আগে ভেবে দেখা উচিত। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে পশ্চিমী দেশগুলোর সমালোচনার এভাবে জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

ব্যাংককে ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রক্ষণাত্মকভাবে সিদ্ধান্ত নিচ্ছি না। দেশের মানুষের স্বার্থ সম্পর্কে আমরা অবগত। আমাদের দেশের মাথাপিছু গড় আয় ২ হাজার ডলার। এখানে অনেক মানুষ রয়েছেন, যাদের বেশি দামে জ্বালানি কেনার সামর্থ নেই। এটা আমার বাধ্যবাধকতা, আমার নৈতিক কর্তব্য যে তাদের জন্য যেটা সেরা, সেটাই আমি করব।’


বিজ্ঞাপন


রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের সমালোচনা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘সততার সঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ওরা (পশ্চিমা দেশগুলো) হয়তো প্রথমে প্রশংসা করবে না। কিন্তু তার জন্য চালাকির আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। আমার বিশ্বাস বাস্তবটা মেনে নিয়ে বিশ্ব এটাকে মেনে নেবে।’

পশ্চিমা দেশগুলোর ‘আপত্তি’ উড়িয়ে রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে জয়শঙ্কর আরও বলেন, ‘এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে তেলের দাম আকাশছোঁয়া। দাম বাড়ছে গ্যাসেরও। এশিয়ার অনেক তেল সরবরাহকারী ইউরোপের দিকে ঝুঁকেছে...। পশ্চিম এশিয়া ও অন্যান্য উৎস, যারা ভারতে তেল সরবরাহ করত, তাদের থেকে বেশি পরিমাণে কিনছে ইউরোপ। এমন একটা পরিস্থিতি, যেখানে সব দেশেই নিজেদের নাগরিকদের জন্য সেরাটা দেখবে। আমরাও সেটা করছি।’

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহে রাশিয়াকে নানাভাবে কোণঠাসা করছে পশ্চিমা দেশগুলো। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনায় ভারতের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে পশ্চিমাদের আপত্তির পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যহত রেখেছে ভারত।

সূত্র: আনন্দবাজার


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর