পবিত্র কাবা শরিফের বার্ষিক ধৌত উৎসব ১৪৪৪/২০২২ সম্পন্ন হয়েছে। কাবা শরিফের ভেতরে প্রবেশ করে পবিত্র দেয়াল ধুয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাদশাহ সালমানের পক্ষে অনুষ্ঠানটি পালন করেন।
পবিত্র কাবা ধোয়ার আগে মুহাম্মদ বিন সালমান কাবা তাওয়াফ করেন এবং ভেতরে নামাজ আদায় করেন। তার সঙ্গে ছিলেন হারামাইনের প্রেসিডেন্ট শেখ আব্দুল রহমান আল সুদাইস এবং মসজিদ আল হারামের ইমামরা।
— Haramain Sharifain (@hsharifain) August 16, 2022
অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন এবং পবিত্র কাবা ধোয়ার অনুষ্ঠানে অংশ নেন।
একে

