শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

মধ্য ইউরোপের নদীতে রহস্যময় দূষণ: ব্যাপক হারে মরছে মাছ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

মধ্য ইউরোপের নদীতে রহস্যময় দূষণ: ব্যাপক হারে মরছে মাছ 
ওডার নদীতে রহস্যময় দূষণের কারণে টনের পর টন মাছের মৃত্যু হচ্ছে

মধ্য ইউরোপের ওডার নদীতে রহস্যময় দূষণের কারণে টনের পর টন মাছের মৃত্যু হচ্ছে। ওডার নদীতে মাছের এমন মড়কের পরে পরীক্ষাগারের টেম্টে পানিতে উচ্চ মাত্রায় লবণাক্ততার বিষয়টি শনাক্ত করা হয়েছে। কিন্তু, নদীতে কোনো পারদের বিষক্রিয়া বা দূষণ পাওয়া যায়নি। শনিবার পোল্যান্ডের পরিবেশ বিষয়ক মন্ত্রী এমন তথ্য দিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ‘পোল্যান্ডের জলবায়ু ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আনা মস্কওয়া বলেছেন যে পোল্যান্ড ও জার্মানিতে পাঠানো নদীর পানির নমুনা বিশ্লেষণে জানা গেছে সেখানে লবণের মাত্রা বেড়েছে। পোল্যান্ডে এখনও এ বিষয়ে গবেষণা চলছে যে নদীতে অন্য কোনো বিষক্রিয়া আছে কিনা।’


বিজ্ঞাপন


আনা বলেন, ‘পোল্যান্ডের রাষ্ট্রীয় ভেটেরিনারি কর্তৃপক্ষ সাত প্রজাতির মৃত মাছের পরীক্ষা করেছে। তারা দেখেছে যে পারদের বিষক্রিয়ায় এসব মাছ মরেনি। কিন্তু, অন্য কোন রাসায়নিক দ্রব্যের দূষণের কারণে এমনটা হলো তা আরও নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে।’

পোল্যান্ডের এ পরিবেশ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ‘জার্মানির ল্যাব পরীক্ষার ফলাফলেও পারদের উচ্চ উপস্থিতির বিষয়টি প্রমাণিত হয়নি।’

মধ্য ইউরোপের ওডার নদী বাল্টিক সাগরে প্রবাহিত হওয়ার আগে চেক প্রজাতন্ত্র থেকে উৎপত্তি হয়ে পোল্যান্ড ও জার্মানির সীমান্ত পর্যন্ত প্রবাহিত হয়েছে। এ নদীর দূষণের বিষয়ে জার্মান সংবাদমাধ্যমগুলো বলেছে, ‘পারদের বিষক্রিয়ার কারণে এমনটা হচ্ছে।

এ বিষয়ে শুক্রবার পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন যে সম্ভবত বিপুল পরিমাণ রাসায়নিক বর্জ্য ইচ্ছাকৃতভাবে দেশের দ্বিতীয় দীর্ঘতম নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এ কারণে এখানকার পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। নদীটিকে দূষণমুক্ত করতে অনেক সময় লাগবে।


বিজ্ঞাপন


সূত্র : আল-জাজিরা

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর