সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার ঘর-বাড়ি পুনর্নির্মাণ করবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার ঘর-বাড়ি পুনর্নির্মাণ করবে কাতার
গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় ধ্বংস হওয়া সমস্ত বাড়ি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে কাতার

অবরুদ্ধ গাজা উপত্যকায় সর্বশেষ তিন দিনের আক্রমণের সময় ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা ধ্বংস হওয়া ফিলিস্তিনিদের ঘর-বাড়ি পুনর্নির্মাণের জন্য হামাসের অনুরোধ মেনে নিয়েছে কাতার। শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এমন তথ্য দিয়েছে।

হামাস নেতা ইসমাইল হানিয়াহ বলেছেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় ধ্বংস হওয়া সমস্ত বাড়ি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে কাতার।’


বিজ্ঞাপন


এ বিষয়ে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ‘হামাস প্রধান ইসমাইল হানিয়াহকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল-রহমান বলেছেন যে কাতার ধ্বংস হওয়া বাড়িগুলো পুনর্নির্মাণের জন্য তার অনুরোধ মেনে নিয়েছে।’

হামাস প্রধানকে কাতারি প্রধানমন্ত্রী বলেছেন যে তার দেশ গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য কাজ করবে। তারা কাতার কমিটির মাধ্যমে গাজাকে পুনর্গঠন করবে।

গত সপ্তাহে ইসরায়েল গাজায় তিন দিনের আক্রমণ চালায়। এর ফলে ফিলিস্তিনিদের ৮৯টি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের ১,৬৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এগুলোর জন্য শুধুমাত্র হালকা মেরামতের প্রয়োজন।


বিজ্ঞাপন


ইসরায়েলি আক্রমণের সময় ১৭ শিশু এবং ৪ নারীসহ ৪৯ ফিলিস্তিনি নিহত এবং ৩৬০ জন আহত হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর