শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের স্বাধীনতা দিবসের উদযাপনে বাদ কেন তাজমহল?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

ভারতের স্বাধীনতা দিবসের উদযাপনে বাদ কেন তাজমহল?

১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে ভারত সরকার। দেশের স্মৃতিসৌধগুলোকে জাতীয় পতাকার রঙে আলোকিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে স্মৃতিসৌধ পরিদর্শনে দেওয়া হয়েছে ছাড়ও। কিন্তু আলোকমালায় সজ্জিত হওয়া থেকে ছাড় দেওয়া হয়েছে তাজমহলকে। 

সমাজকর্মী বিজয় উপাধ্যায় জানিয়েছেন, ১৯৯৭ সালের ২০ শে মার্চ বিখ্যাত পিয়ানো বাদক ইয়ানির শোর জন্য তাজমহলকে শেষবারের মতো আলোকিত করা হয়েছিল। কিন্তু পরদিন সকালে তাজমহলের গায়ে বহু ছোট ছোট পতঙ্গের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। 


বিজ্ঞাপন


এরপর ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের রাসায়নিক শাখা সুপারিশ করেছিল, তাজমহলকে রাতে আলোকিত না করতে। কারণ কীটপতঙ্গ স্মৃতিস্তম্ভের গায়ে প্রচুর দাগ ফেলে মার্বেলের ক্ষতি করে। আর এতে তাজমহলের ক্ষতি সাধন হয় বলে জানিয়েছিল প্রত্নতাত্বিক বিভাগ। এরপর, ১৯৯৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাজমহলে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়। শীর্ষ আদালতের সেই নির্দেশ আজও প্রত্যাহার করা হয়নি।

এ প্রসঙ্গে আগ্রা ট্যুরিস্ট ওয়েলফেয়ার চেম্বারের সচিব বিশাল শর্মা বলেন, ৭৭ বছর আগে মিত্রবাহিনী যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল, তখন তাজমহলের বিভিন্ন অংশ আলোয় আলোকিত করা হয়েছিল। স্মৃতিস্তম্ভের ভেতরে আয়োজন করা হয়েছিল একটি জমকালো অনুষ্ঠানও। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন সৌধগুলোকে তেরেঙ্গা আলোয় আলোকিত করার সিদ্ধান্ত সরকার নিলেও তাজমহলকে বাদ রাখা হয়েছে।

‘আজাদি কা মহোৎসব’ উপলক্ষে ভারত সরকার গোটা দেশে ছড়িয়ে থাকা স্মৃতিসৌধে সমস্ত পর্যটক এবং দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে। এই সুযোগ পাওয়া যাবে কেবল ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা মোট সাড়ে তিন হাজার স্থান দর্শনে মিলবে এই বিশেষ সুযোগ। সেই তালিকায় রয়েছে তাজমহলও।

ভারতের স্বাধীনতা এবার ৭৫ তম বর্ষে পা রাখায় গোটা বছর ধরেই উদযাপনের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী মোদি এদিন ঘরে ঘরে জাতীয় পাতাকা উত্তোলনের আবেদন জানিয়েছেন।


বিজ্ঞাপন


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর