বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বছরে বেতন কোটি টাকা, তবুও মিলছে না কর্মী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ০২:২০ পিএম

শেয়ার করুন:

বছরে বেতন কোটি টাকা, তবুও মিলছে না কর্মী!

এক বছরে বেতন দেয়া হবে কোটি টাকার বেশি। তারপরও কিছুতেই মিলছে না কর্মী। হাজার হাজার শূণ্যপদ। আসলে কাজটি হলো পরিচ্ছন্নতা কর্মীর। আর এমন অবস্থা অস্ট্রেলিয়ায়। 

অস্ট্রেলিয়ায় পরিচ্ছন্নতা কর্মীর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু চাহিদার তুলনায় সাফাইকর্মীর সংখ্যা খুবই কম। সাফাইকর্মী হিসেবে যাতে কেউ কাজ করেন, তাই এখানকার অনেক সংস্থা এই পদের জন্য বেতন ঘণ্টাপ্রতি বাড়াতে শুরু করেছে।


বিজ্ঞাপন


Australia cleaners sanitations worker

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নাইন নাও নাইন ডটকমের খবরে বলা হয়েছে, এই চাকরির জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন হয় না। তারপরও গড় বেতন বছরে ৯০ হাজার ডলারের বেশি। 

আশ্চর্যের বিষয় এটাই যে, বিপুল পরিমাণ বেতন দেওয়া সত্ত্বেও সাফাইকর্মীর কাজ কেউ করতে চাইছেন না।

ডেইলি টেলিগ্রাফ এর খবরে বলা হয়েছে, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের সঙ্গে জড়িত সিডনির একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জোয়ে বেস জানিয়েছেন, কর্মীদের বেতন বাড়ানো হচ্ছে। কেননা কোনো কর্মী পাওয়া যাচ্ছে না। বেতনের লোভনীয় প্যাকেজ দেওয়ার পরেও এই কাজে কেউ আগ্রহ দেখাচ্ছেন না। 


বিজ্ঞাপন


Australia cleaners sanitations worker

তার কথায়, 'বর্তমানে সাফাইকর্মীদের বেতন বাড়িয়ে ৪৫ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে চার হাজার টাকা ঘণ্টাপ্রতি দেওয়া হচ্ছে। আগে ঘণ্টাপ্রতি প্রায় ৩৫ ডলার অর্থাৎ সাড়ে তিন হাজার টাকা দেওয়া হত।'

কর্মী না পাওয়ায় কোনো কোনো সংস্থা ঘণ্টাপ্রতি ৬০ ডলার পর্যন্ত প্রস্তাব করছে। যা প্রায় ৬০০০ টাকার সমান।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর