বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

আফগানিস্তানজুড়ে মার্কিনবিরোধী বিক্ষোভ  

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

আফগানিস্তানজুড়ে মার্কিনবিরোধী বিক্ষোভ  
আফগানিস্তানে মার্কিনবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে

সমগ্র আফগানিস্তানে মার্কিনবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে এমন বিক্ষোভ করে আফগানরা। 

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এ মাসে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করেছে। তাকে হত্যার জন্য তারা আফগানিস্তানের কাবুলে হামলা করেছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রাজধানী কাবুলে জাওয়াহিরির ‘প্রবেশ এবং বসবাস’ সম্পর্কে তাদের সরকারের কাছে কোনো তথ্য নেই। তারা আফগান মাটিতে মার্কিন হামলার পুনরাবৃত্তি না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে।’ এরপরই আফগান জনগণ মার্কিনবিরোধী বিক্ষোভে ফেঁটে পড়ে।

তালেবানের এমন হুঁশিয়ারির পরদিন শুক্রবার আফগানিস্তানের অন্তত সাতটি প্রদেশে মার্কিনবিরোধী বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে ‘জো বাইডেন, মিথ্যা বলা বন্ধ করো’, ‘আমেরিকা মিথ্যাবাদী’, ‘যুক্তরাষ্ট্রের পতন চাই’, ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র জানায়, গত রোববার কাবুলে একটি বাড়ির বারান্দায় থাকা আয়মান আল-জাওয়াহিরিকে লক্ষ্য করে ড্রোন হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মার্কিন ওই ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত হন। 

সূত্র : আরব নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর