শরীর দেখতে মাছের মতো। কিন্তু মুখ ও মাথা সম্পূর্ণ কুমিরের মতো। আজব এই প্রাণী ধরা পড়েছে কলকাতার বেহালার ঠাকুরপুকুরের একটি খালে। এটি দেখতে ভিড় জমান সাধারণ মানুষ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ঠাকুরপুকুর এলাকার চরিয়াল খালে শনিবার ধরা প্রাণীটির ওজন প্রায় ১৫-২০ কেজির ওপর হবে।
বিজ্ঞাপন
জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও মাছ ধরার জন্য খালে ছিপ ফেলেন স্থানীয় রজত মণ্ডল, কায়ুম মণ্ডলসহ আরও কয়েকজন যুবক। তখনই ছিপে এই অদ্ভুতদর্শণ মাছটি উঠে আসে।

মৎস্যবিজ্ঞানী বিজয় কালি মহাপাত্র বলেন, এই মাছের নাম অ্যালিগেটর ফিস। এই মাছ মূলত একুরিয়ামে চাষ হয়। বিদেশের নদীতেও পাওয়া যায়। তবে, নিঃসন্দেহে এটি বিরল প্রজাতির মাছ। আপাতত মাছটিকে পানিতে রেখে দেওয়া হয়েছে, যাতে মারা না যায়।
তিনি আরও জানান, বাংলায় মাছটিকে কুমির মাছও বলা হয়। মাছটি পুকুর বা খালের বাস্তুতন্ত্রের জন্য খুবই খারাপ, কারণ এর দাঁত রয়েছে, ফলে অন্য ছোট মাছদের খেয়ে ফেলতে পারে। কামড় দিতে পারে মানুষদেরও।
বিজ্ঞাপন
একে

