টিকটক ভিডিও করছিলেন সাবেক স্ত্রী। এটি মেনে নিতে না পারায় ৭০০ কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়ে তাকে হত্যা করলেন সাবেক স্বামী। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিওনিসেতে। ওই ব্যক্তির নাম রাহিল আহমেদ (৩৬)। আর তার সাবেক স্ত্রীর নাম সানিয়া খান (২৯)।
সিকাগো সান টাইমসের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, সানিয়া ফ্যাশনদুরস্ত পোশাক পরতেন, নিয়মিত টিকটক ভিডিও করতেন। সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতেন। এছাড়াও পেশাদার ফোটোগ্রাফার ছিলেন তিনি। এর ঠিক বিপরীত চরিত্রের পেশায় ব্যবসায়ী রাহিল। তারা বিয়ে করলেও এক বছরের আগেই গত মে মাসে তাদের বিচ্ছেদ হয়।
বিজ্ঞাপন
সানিয়ার টিকটক ভিডিও ও চালচলনে শুরু থেকেই আপত্তি ছিল রাহিলের। বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও সানিয়াকে শাস্তি দেবে বলে ঠিক করেছিলেন রাহিল। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সানিয়াকে খুনের ছক কষছিলেন তিনি। এরই মধ্যে একবার সাবেক স্ত্রীর উপর হামলা করে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এবার আর তা হয়নি।
সাইনার একটি টিকটক ভিডিও দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাহিল। তিনি ৭০০ কিলোমিটার গাড়ি চালিয়ে লিওনিসে সাবেক স্ত্রীর বাড়িতে যান।
জানা গিয়েছে, রাহিল যখন সানিয়ার বাড়িতে ঢোকেন তখন কাছাকাছি কিছু পুলিশকর্মী ছিলেন। তারাই বাড়ির ভেতর থেকে পরপর দু’টি গুলির শব্দ পান। প্রথমে সানিয়াকে গুলি করে খুন করার পর নিজেও আত্মঘাতী হন রাহিল।
পুলিশ জানিয়েছে, রক্ষণশীল সাহিলের ধারণা ছিল সানিয়ার আধুনিক জীবনই তাদের বিচ্ছেদের কারণ।
বিজ্ঞাপন
সম্প্রতি পাকিস্তানের রক্ষণশীলতা নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লেখেন, 'একজন দক্ষিণ এশীয় মহিলার বিবাহবিচ্ছেদ হলে গোটা জীবনটাই যেন ব্যর্থ হয়ে যায়। নিজের সমাজের লোকেরাই লেবেল সেঁটে দেয় আপনার উপরে। মানসিক সমর্থন মেলে না কারও কাছ থেকে। একজনের সঙ্গে জোর করে থাকতে বলা হয়, এই জন্য যে লোকে কী বলবে! মেয়েদের জন্য সেই সম্পর্ক থেকে সরে আসা কঠিন হয়ে ওঠে, যা তার শুরু করাই উচিত হয়নি।'
আহমেদের পরিবার তাকে নিখোঁজ হওয়ার রিপোর্ট করার পর এবং তার কল্যাণের জন্য উদ্বেগ প্রকাশ করার পরে পুলিশ সানিয়া খানের অ্যাপার্টমেন্টে প্রতিক্রিয়া জানায়। তারা ভিতরে সানিয়া খানকে মৃত এবং আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।
খবরে বলা হয়েছে, পেশাদার ওয়েবসাইটে সানিয়া খান ছিলেন সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট। তিনি ২০২১ সালে শিকাগোতে যাওয়ার আগে টেনেসিতে বড় হয়েছেন। তিনি তার নিজ রাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
একে

