রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আছে ৩০ অ্যাপাচি হেলিকপ্টার

৬.৬ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম

শেয়ার করুন:

৬.৬ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পাচ্ছে ইসরায়েল

ইরানের ভয়াবহ হামলার আশঙ্কায় নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে দখলদার ইসরায়েলে। এ কারণে যুক্তরাষ্ট্র থেকে আক্রমণাত্মক হেলিকপ্টার এবং অত্যাধুনিক সামরিক যানবাহনসহ আরও ৬.৬ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল।

এরই মধ্যে এসব অস্ত্র কেনার অনুমতিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। অনুমোদিত অস্ত্র চালানের মধ্যে রয়েছে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার, যা ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যার সময় ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করার জন্য ব্যবহার করেছে। খবর রয়টার্স ও আল-জাজিরার।


বিজ্ঞাপন


গাজা উপত্যকায় ইসরায়েলের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ওয়াশিংটন তেলআবিবের কাছে ৬.৬৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে যে, ইসরায়েলকে ৩.৮ বিলিয়ন ডলারে ৩০টি অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার এবং ১.৯৮ বিলিয়ন ডলার মূল্যের পদাতিক আক্রমণকারী যানবাহনসহ মার্কিন তৈরি অস্ত্র কিনতে অনুমোদন দেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অ্যাপাচি হেলিকপ্টারগুলি বোয়িং এবং লকহিড মার্টিন নামে মার্কিন প্রতিষ্ঠান ইসরায়েলের কাছে বিক্রি করবে। রয়টার্স জানায়, এর আগের চুক্তি ৭৪০ মিলিয়ন ডলারে প্রদান করা হয়েছে ইসরায়েলকে, যার মধ্যে ১৫০ মিলিয়ন ডলারের হালকা ইউটিলিটি হেলিকপ্টার ছিল।


বিজ্ঞাপন


ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপকভাবে অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করেছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ হাজার ৬৬২ জন নিরস্ত্র ও নিরপরাধ ফিলিস্তিনি গণহত্যার শিকার হয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলে বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জামও পাঠায়, এসব অস্ত্র যা মূলত বিক্রয়ের পরিবর্তে সহায়তা হিসেবে পাঠানো হয়।

অধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে আসছেন। তাদের মতে গাজায় গণহত্যা পরিচালনার জন্য ইসরায়েল এসব অস্ত্র ব্যবহার করছে।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বহাল থাকলেও, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে, যুদ্ধ বন্ধের চুক্তি সত্ত্বেও এ পর্যন্ত প্রায় ৫০০ জনকে হত্যা করা হয়েছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর