বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ট্রাম্পের ‘মন গলাতে’ যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভেনেজুয়েলার দেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের মন গলাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বুধবার এমনটাই জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। 

এর মধ্য দিয়ে তেলসমৃদ্ধ দেশটির নতুন নেতার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আরও স্পষ্ট হলো। খবর গালফ নিউজের। 


বিজ্ঞাপন


এই সফর হলে গত দুই যুগেরও বেশি সময়ের মধ্যে দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম দায়িত্বপ্রাপ্ত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

রদ্রিগেজ বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতার পথে আছি—কোনো ভয় ছাড়াই। আমাদের মতপার্থক্য ও সমস্যাগুলো সরাসরি মোকাবিলা করে কূটনীতির মাধ্যমে সমাধান করতে চাই।

এই সফর ওয়াশিংটন–কারাকাস সম্পর্কের নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর আগে মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার আগে দেলসি রদ্রিগেজ ছিলেন ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রবিরোধী সরকারের উপ-রাষ্ট্রপতি এবং মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ নেতা। ক্ষমতায় আসার পর তিনি অবস্থান পরিবর্তন করেন।

তবে এখনও তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, এর মধ্যে সম্পদ জব্দের নিষেধাজ্ঞাও রয়েছে।

ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজের বহর অবস্থান করলেও রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেল বিক্রিতে মধ্যস্থতার সুযোগ দিয়েছেন, বিদেশি বিনিয়োগ সহজ করেছেন এবং কয়েক ডজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছেন।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রদ্রিগেজ খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন, তবে নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর