মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না: পিটিআই 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪১ এএম

শেয়ার করুন:

ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না: পিটিআই 

পাকিস্তানে কারাবন্দি তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে গত তিন মাস ধরে দেখা করতে দেওয়া হচ্ছে না। সোমবার এমনই অভিযোগ তুললেন তার দলীয় কর্মীরা।

পিটিআই সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে ইমরানকে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। 


বিজ্ঞাপন


সোমবার দলের কর্মীরা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, দীর্ঘ দিন ধরে কাউকে নির্জন কারাবাসে রাখা অন্যায় এবং অমানবিক আচরণের পরিচয় দেয়। 

কোনও কারণ বা সুরক্ষা ছাড়াই কাউকে দিনের পর দিন কারাবাসে রাখা অত্যন্ত নিষ্ঠুরতার লক্ষণ। তারা জানান, ইমরানের সঙ্গে দেখা করতে না-দেওয়ায়, তার সমর্থক এবং নেতৃত্বের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারাবাসে ন্যূনতম নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলিও ইমরানকে দেওয়া হচ্ছে না বলেও দাবি দলের।

পিটিআই আরও জানিয়েছে, ইমরানের সঙ্গে তার আইনজীবীদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। এই অধিকার থেকেও তাকে বঞ্চিত রাখা হচ্ছে এবং দেখা করতে না-দেওয়ার কারণ এখন পর্যন্ত পরিষ্কার করে ব্যাখ্যা করতে পারেনি সরকার। 


বিজ্ঞাপন


ইমরানের আইনজীবী এবং পরিবারের সদস্যেরা যেন তার সঙ্গে জেলে দেখা করতে পারেন, এই দাবি জানিয়েছেন তার দলের কর্মীরা। 

এর আগে একাধিকবার ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় তার দল। গত বছর ডিসেম্বর মাসে ইমরানের সঙ্গে দেখা করতে না-দেওয়ার অভিযোগ তোলেন দুই বোন আলিমা খান ও নৌরিন নিয়াজি।

২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরানকে গ্রেফতার করেছিল পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী। হাইকোর্টের বাইরে নিয়ে গিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

ইমরানকে গ্রেফতারের সময় তার দল পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে রেঞ্জার্স বাহিনীর। রেঞ্জার্স বাহিনী ইমরানকে মারধর করেছে বলে দাবি করেছে তার দল। 

এর পরই পাকিস্তান জুড়ে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। চলতি বছরের ২০ ডিসেম্বর তোষাখানা দুর্নীতি-২ মামলায় ইমরান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বর্তমানে দু’জনেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর