মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গ্রিনল্যান্ড ইস্যু

ট্রাম্পের শুল্কারোপের সিদ্ধান্ত ‘সম্পূর্ণ ভুল’: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্কারোপের হুমকি ভুল সিদ্ধান্ত: স্টারমার

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলে নেওয়ার চেষ্টার বিরোধিতাকারী দেশগুলোর ওপর বাড়িত শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্রের পরিকল্পনাকে ‘সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যত কি হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের রয়েছে। এ নিয়ে মিত্রদের মধ্যে বিরোধ মেটানোর জন্য শুল্ক কোনো সঠিক পথ হতে পারে না। 


বিজ্ঞাপন


গত শনিবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত বিরোধিতাকারী দেশ যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ আটটি দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং ১ জুন থেকে এটি ২৫ শতাংশে বাড়তে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, একটি বাণিজ্যযুদ্ধ কোনো পক্ষই চায় না। এ ধরনের সংঘাত কারও স্বার্থই রক্ষা করবে না। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে এবং নিত্যপণ্যের দাম বেড়ে গেলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী শ্রেণীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 

প্রসঙ্গত, গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, প্রতিরক্ষা গুরুত্ব ও বিপুল খনিজ সম্পদের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার বলে আসছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের প্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, ভূখণ্ডটি সব সময় রাশিয়া ও চীনের জাহাজ দিয়ে ঘেরাও থাকে।

এরআগে গত বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের বৈঠকটি ‘মৌলিক মতবিরোধ’-এর সমাধান ছাড়াই শেষ হওয়ায় ডেনমার্কের অনুরোধে সুইডেন, নরওয়ে, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেয়। এরপরই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। 


বিজ্ঞাপন


উল্লেখ্য, ডেনমার্কের অধিভুক্ত বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডে প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস। ১৯৭৯ সাল থেকে সেখানে স্বায়ত্তশাসন থাকলেও সেখানকার প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে। দেশটির অধিকাংশ নাগরিক ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে তাদের মধ্যে প্রবল বিরোধিতা রয়েছে।


সূত্র: বিবিসি


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর