মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৩ ঘণ্টার ভারত সফরে আমিরাতের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

৩ ঘণ্টার ভারত সফরে আমিরাতের প্রেসিডেন্ট

মাত্র ৩ ঘণ্টার সফরে ভারত রাজধানী দিল্লিতে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মোদি লিখেছেন, ‘আমার ভাই, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। তার এই সফর ভারত-সংযুক্ত আরব আমিরাতের শক্তিশালী বন্ধুত্বের প্রতি তার গুরুত্বকে প্রতিফলিত করে। আমাদের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ 


বিজ্ঞাপন


পোস্টে প্রধানমন্ত্রী মোদি শেখ নাহিয়ানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন, এর মধ্যে একটি ছবিতে দেখা যায়- বিমানবন্দর থেকে দুই নেতা একই গাড়িতে ভ্রমণ করেছিলেন এবং আরেকটিতে তাদের উষ্ণ আলিঙ্গনে দেখা যাচ্ছে।

এনডিটিভি বলছে,  মাত্র তিন ঘন্টার এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্রতর হচ্ছে, যার মধ্যে রয়েছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, গাজায় অব্যাহত অস্থিতিশীলতা এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জড়িত অমীমাংসিত ইয়েমেন সংঘাত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণেই আমিরাতের প্রেসিডেন্ট এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তার এই সফরে দ্বিপাক্ষির সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও দুই দেশ, নতুন কোন কোন জায়গায় সমঝোতা করতে পারে, তা নিয়ে আলোচনাও উঠে আসতে পারে।


বিজ্ঞাপন


সূত্র: এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর