পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭৫ মাইল) গভীরে।
বিজ্ঞাপন
তবে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১:২১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীরে।
পিএমডি আরও জানিয়েছে, এই ভূামকম্পের ফলে গিলগিট-বালতিস্তান, পেশোয়ার এবং খাইবার-পাখতুনখোয়ার সংলগ্ন অঞ্চলসহ দেশটির বেশ কিছু এলাকা কেঁপে ওঠে।
এদিকে গিলগিট-বালতিস্তানের তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানিয়েছেন, বেশ কয়েকটি কাঁচা মাটির ঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সড়কগুলো পরিষ্কার করতে ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে সরকার।
তিনি আরও জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়।
প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়। গত ৯ জানুয়ারি তাজিকিস্তান ও চীনের জিনজিয়াং সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
সূত্র: রয়টার্স, ডন
বিজ্ঞাপন
এমএইচআর

