আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হোটেলে বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত এবং ১৩ আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সোমবার বিকেলে কাবুলের শাহর-ই-নও এলাকায় একটি হোটেলকে লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটনো হয়েছিল, এতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনও তথ্য জানাননি।
বিজ্ঞাপন
কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিও ‘ইমার্জেন্সি’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘শাহর-ই-নও এলাকায় বিস্ফোরণের পর কাবুলের জরুরি সার্জিক্যাল সেন্টারে ২০ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাতজন মারা গেছেন।’
তালেবান সকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি রয়টার্সকে বলেন, ‘প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। বিস্তারিত পরে প্রকাশ করা হবে।’
এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একজন হোটেল কর্মচারীর বরাত দিয়ে জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনায় দুই চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন এবং একজন আফগান নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
প্রসঙ্গত, শাহর-ই-নও এলাকায় বড় বড় অফিস ভবন, শপিং কমপ্লেক্স এবং বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। এই এলাকাটিকে কাবুলের সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।
বিজ্ঞাপন
এখনো কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানরা ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় শাখা এই ধরনের হামলা করে আসছে।
সূত্র: ডন
এমএইচআর

