মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক চিঠিতে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী স্টোরকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘প্রিয় জোনাস: যেহেতু আপনার দেশ ৮টিরও বেশি যুদ্ধ থামানোর পরেও আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি আর কেবল শান্তি নিয়ে ভাবার কোনো বাধ্যবাধকতা অনুভব করি না। যদিও শান্তি সবসময় প্রাধান্য পাবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো এবং সঠিক তা নিয়েই ভাবছি।’

চিঠিতে গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট এবং দাবি করেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া দ্বীপটিকে রাশিয়া বা চীনের কাছ থেকে রক্ষা করা সম্ভব নয়।
 
তিনি লেখেন, ‘ডেনমার্ক এই ভূখণ্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না, ফলে তাদের মালিকানার অধিকার কেন থাকবে?… গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।’

এদিকে নরোজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেছেন, নরওয়ে ও ফিনল্যান্ডের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরোধিতা করে পাঠানো বার্তার জবাবে গতকাল রোববার তিনি এবং ফিনল্যান্ডে প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এই চিঠিটি পেয়েছেন।


বিজ্ঞাপন


বিবিসি জানায়, ট্রাম্পকে নেবেল পুরস্কার না দেওয়ার বিষয়ে নরওয়ের সরকারের অবস্থানের পুর্নরাবৃত্তি করে উল্লেখ জোনাস বলেন, নরওয়ে সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরষ্কার প্রদান করেছে। 

তিনি আরও বলেন, গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের জেরে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল পদক্ষেপ।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্বের জন্য নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলে এটি পাওয়ার জন্য তীব্র আকাঙ্খা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তার সেই আশা পূরণ হয়নি এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্মাননাগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাননি তিনি। 

অন্যদিকে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মারিয়া অবশ্য ট্রাম্পকেই নোবেল উৎসর্গ করেছেন এবং গত সপ্তাহে ট্রাম্পের হাতে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন তিনি। 

সূত্র: রয়টার্স, বিবিসি 


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর