মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

করাচিতে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৮, নিখোঁজ বহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

করাচিতে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৫, নিখোঁজ বহু

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাড়িয়েছে। এছাড়াও ৬৫ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শনিবার (১৭ জানুয়ারি) রাতে এমএ জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা নামে ওই শপিংমলে লাগা আগুন সোমবার (১৮ জানুয়ারি) ভোরের দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। যদিও কর্মকর্তারা জানিয়েছেন ধ্বংসাবশেষের মধ্যে এখনও ছোট ছোট আগুন জ্বলছে। এর মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


image

সোমবার দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মুরাদ বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই ঘটনায় যথেষ্ট প্রাণহানি ঘটেছে। আমি এখনও চূড়ান্ত সংখ্যা বলতে পারছি না। আমরা ১৮টি মৃতদেহ উদ্ধার করেছি। তাছাড়া, দুপুর ১টা পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গুল প্লাজায় আসা প্রায় ৬৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সুতরাং এই ঘটনায় প্রায় ৮০ জন মৃত্যুবরণ করেছেন বলেই ধারণা করা হচ্ছে।’

এদিকে সোমবার বিকেলে ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, ভবনটির বেশিরভাগ অংশ ধসে পড়েছিল এবং বাকি কাঠামোটি ধসে পড়ার আশঙ্কায় ক্রেন দিয়ে ঘিরে রেখেছে ফায়ার সার্ভিস।

রেসকিউ ১১২২ এর মুখপাত্র হাসানুল হাসিব খান বলেন, ৯৫ শতাংশ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন এবং নির্বাপনের পর্ব শুরু হয়েছে। 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ভবনটি বেশ পুরোনো। আগুনের কারণে যেকোনো সময় ভবনের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ফায়ার অফিসার জাফর খান বলেন, ‘ভবনের সামনের এবং পিছনের অংশ ধসে পড়েছে, এবং ভেতরেও অনেক ফাটল রয়েছে। অত্যন্ত বিপজ্জনক হলেও উদ্ধারকারী দলগুলো এমন কিছু স্থানে স্বল্পমেয়াদী অভিযান পরিচালনা করছে যেখানে মৃতদেহ থাকার সম্ভাবনা রয়েছে।’

জানা গেছে, ওই শপিংমলে ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ দোকান রয়েছে। কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনীসহ নানা পণ্য কেনাবেচা হয় সেখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা বেড়েছে।

সূত্র: ডন


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর